মুম্বই: একশো বছরের ভারতীয় সিনেমায় সবথেকে জনপ্রিয় ডায়লগ কী? 'দিওয়ার' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা শশী কপূর (Shashi Kapoor) যখন তাঁরই অপরাধী হয়ে যাওয়া ভাইয়ের সামনে দাঁড়ান, তখন অমিতাভ বচ্চন শশী কপূরকে জিজ্ঞাসা করেন, 'মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাঙ্ক ব্যালেন্স হ্যায়। তুমহারে পাস কেয়া হ্যায়।' শশী কপূরের ছোট্ট জবাব ছিল, 'মেরে পাস মা হ্যায়।' আজও এদেশের সিনেমাপ্রেমীরা বিশ্বাস করেন, এটাই একশো বছরের ভারতীয় সিনেমায় সবথেকে জনপ্রিয় ডায়লগ। প্রসঙ্গত, রুপোলি পর্দায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শশী কপূরের জুটি সর্বজনবিদিত। দুজনেই অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। আর সেসব ছবি দেখতে সিনেমাহলে ভিড় জমিয়েছে দর্শক।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চন শশী কপূরের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করে তা শেয়ার করেছেন। সঙ্গে আবেগপ্রবণ হয়ে লিখেছেনও কিছু শব্দ। ব্যস। সেই ছবির রসায়নই যেন টের পেলেন তিনি। কমেন্টের বন্যা বয়ে গেল অমিতাভ বচ্চনের সেই পোস্টে। কে কমেন্ট করলেন না তাতে। আম অমিতাভ অনুরাগী থেকে বলিউডের তারকারা, প্রত্যেকেই নিজের মতামত জানিয়েছেন কমেন্টে।
অমিতাভ বচ্চনের পোস্ট করা কোলাজটিতে একটি ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের পিছনেই দাঁড়িয়ে রয়েছেন শশী কপূর। প্রসঙ্গত, দৃশ্যটি 'কভি কভি' ছবির। ছবির নিচে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, 'জমানা বিত গয়া। না জানে কিতনি ফিল্মে কি সাথ মে।' অভিনেতা রোহিত রয় এই পোস্টের কমেন্টে লেখেন, 'চিরকালের সেরা জুটি'। আবার সেই কমেন্টে একজন অনুরাগী লিখেছেন, 'ওল্ড ইজ গোল্ড'। প্রসঙ্গত, 'কভি কভি' ছাড়াও অমিতাভ বচ্চন এবং শশী কপূর অভিনয় করেছেন 'রোটি কাপড়া অউর মকান', 'দিওয়ার', 'কালা পাত্থর', 'সিলসিলা', 'নমক হালাল' এবং আরও অনেক ছবিতে। ২০১৭ সালে অবশ্য ৭৯ বছর বয়সে প্রয়াত হন শশী কপূর। বোঝাই যাচ্ছে একথা আজও মেনে নিতে পারেননি তাঁর দীর্ঘদিনের সহ অভিনেতা অমিতাভ বচ্চন।