পানাজি:  বিধানসভা নির্বাচনে (Goa Assembly Elections 2022) বাকি মাত্র এক মাস। তার আগে বড় ঘোষণা তৃণমূলের (TMC)। তারা জানিয়েছে, ক্ষমতায় এলে বাস্তুজমির উপর গোয়াবাসীর মালিকানা (Land Ownership) সুনিশ্চিত করবে তাদের সরকার। অর্থাৎ ১৯৭৬ সাল থেকে যাঁরা গোয়ায় রয়েছেন, তাঁদের দখলে থাকা বাস্তুজমির মালিকানা তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, গৃহহীন পরিবারগুলির হাতে ভর্তুকিপ্রাপ্ত ৫০ হাজার বাড়ির চাবিও তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি তৃণমূলে।


মঙ্গলবার গোয়ায় ‘মাহজে ঘর, মালকি হক’ (Mhaje Ghar, Maalki Hakk) প্রকল্পের উদ্বোধন করে তৃণমূল। সেখানে দলের নির্বাচনী ভারপ্রাপ্ত মহুয়া মৈত্র (Mahua Moitra) ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। তাঁদের উপস্থিতিতেই ‘মাহজে ঘর, মালকি হক’ প্রকল্পের উদ্বোধন করেন গোয়ার তৃণমূল নেতা কিরণ কান্ডোলকর।


প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কান্ডোলকর বলেন, ‘‘সংবধানের ২১ নম্বর অনুচ্ছেদে সকলের আশ্রয়ের অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই কথা দিচ্ছি, সরকার গড়ার ২৫০ দিনের মধ্যে গোয়াবাসীর জমির অধিকার সুনিশ্চিত করবে তণমূল। ১৯৭৬ সালের আগে থেকে যাঁরা গোয়ায় রয়েছেন, সকলের হাতে জমির মালিকানা তুলে দেওয়া হবে। গৃহহীনদের হাতে ভর্তুকিপ্রাপ্ত ৫০ হাজার বাড়ির চাবি তুলে দেব আমরা।’’



আরও পড়ুন: Covid-19 : করোনা আক্রান্ত নীতিশকে ফোন প্রধানমন্ত্রীর, খোঁজ নিলেন লতা মঙ্গেশকরেরও


শুধু তাই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে গোয়ায় সরকার গঠন করতে সফল হলে মাঝপথে আটকে যাওয়া গোয়া-দমন ও দিউ কৃষিস্বত্ব আইন ১৯৬৪ এবং গোয়া-দমন ও দিউ উচ্ছেদ প্রতিরোধী আইন ১৯৭৫-ও কার্যকর হবে বলে জানায় তৃণমূল।


তৃণমূলের এই ঘোষণায় গোয়ার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কারণ জমির মালিকানার দাবিতে বছরের পর বছর আন্দোলন করে আসছেন গোয়াবাসী। গত বছর বিধানসভায় এই সংক্রান্ত একটি বিল পাস করা হয়। তাতে ৩০ বছর ধরে গোয়ায় বসবাসকারীদের হাতে জমির মালিকানা তুলে দেওয়ায় সায় মেলে। কিন্তু ব্যাস ওই পর্যন্তই। তার পর আর চাকা গড়ায়নি। তাই তৃণমূলের ঘোষণায় জনমানসে সাড়া ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।