মুম্বই: জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'কে (Kaun Banega Crorepati) গত বছর বিদায় জানানোর পর ফের ফিরলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ১৬তম সিজন দেখানো শুরু হল সোমবার থেকে। দর্শকের বিপুল চাহিদার কারণেই ফের সঞ্চালকের আসনে ফিরলেন বিগ বি। সোমবার থেকে, রাত ৯টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে (Sony TV) এই অনুষ্ঠান দেখানো শুরু হয়েছে। 


ষোড়শ মরশুম নিয়ে ফিরল 'কৌন বনেগা ক্রোড়পতি', আবারও বিগ বি-র সঞ্চালনায়


টেলিভিশন গেম শোয়ের মধ্যে অন্যতম এবং সবচেয়ে জনপ্রিয় 'কৌন বনেগা ক্রোড়পতি'। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি 'হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার?'-এর আনুষ্ঠানিক হিন্দি সংস্করণ এটি। এবারের যে প্রতিযোগীরা হট সিটে বসার সুযোগ পাবেন তাঁদের জন্য একাধিক আকর্ষণীয় নিয়ম রাখা হয়েছে। (Kaun Banega Crorepati Season 16)


সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর আবেগের জড়িয়ে থাকার কথা বলেন। তিনি বলেন, 'কেবিসি একটা গেম শোয়ের থেকে অনেক বেশি। এটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষার একটি ভাগ করে নেওয়া যাত্রাপথ, যেখানে লক্ষ লক্ষ দর্শক হট সিটে বসা প্রতিযোগীদের জন্য গলা ফাটাচ্ছে। কেবিসি সঞ্চালনা করা আমাকে আমার ভক্তদের সঙ্গে সংযুক্ত রাখে যাঁদের আমি আমার বর্ধিত পরিবার বলে মনে করি। সিজন ১৬, আধুনিক ভারতের চেতনাকে প্রতিফলিত করে, জ্ঞানকে সমতলকারী হিসাবে উদযাপন করতে চলেছে, এবং আমরা দর্শকদের আরও সমৃদ্ধ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার আশা রাখি।'


অমিতাভ বচ্চন আরও বলেন যে কেবিসি-র সঙ্গে তাঁর স্থায়ী সংযোগ, জীবনের বিভিন্ন স্তরের প্রতিযোগীদের অনুপ্রেরণামূলক গল্প দ্বারা উজ্জীবিত করে, যাঁরা তাঁদের চ্যালেঞ্জ সত্ত্বেও, আশাবাদী এবং উচ্চাকাঙ্ক্ষী থাকতে পছন্দ করেন।


 






আরও পড়ুন: Shah Rukh Khan: জল্পনায় সিলমোহর! শাহরুখের পরবর্তী ছবির পরিচালক সুজয় ঘোষ, আসছে 'কিং'


২০০০ সালের ৩ জুলাই টেলিভিশনে প্রথম শুরু হয় 'কৌন বনেগা ক্রোড়পতি'। ২৪ বছর পেরিয়ে এবার সেই অনুষ্ঠান ১৬তম সিজনে প্রবেশ করেছে। ১২ অগাস্ট থেকে প্রত্যেক সোমবার থেকে শনিবার, রাত ৯টায়, সোনি টিভিতে এই অনুষ্ঠান দেখা যাবে। ওই একই সময়ে সোনিলিভেও দেখা যাবে। এবারের সিজনে কিছু নতুন জিনিস শুরু করা হয়েছে। যেমন একটি বিভাগের নাম 'স্পেশাল ট্যুইস্ট', একটি নতুন অপশনের নাম 'দুগনাস্ত্র' বা বাংলা তর্জমা করলে দাঁড়ায় দ্বিগুণ করার অস্ত্র! মানে প্রতিযোগীরা এর সাহায্যে যে পরিমাণ অর্থ জিতেছেন তা দ্বিগুণ করে ফেলতে পারেন। বোনাস প্রশ্ন থাকবে এবার যার নাম 'সুপার সওয়াল' যা প্রথম ৫ প্রশ্নের পর হাজির হবে। এই প্রশ্নের ক্ষেত্রে থাকবে না কোনও অপশন। সঠিক উত্তর দিলে প্রতিযোগী পরের অর্ধেকে অর্থাৎ ষষ্ঠ প্রশ্ন থেকে দশম প্রশ্নের মধ্যে 'দুগনাস্ত্র' ব্যবলহার করতে পারবে। সঠিক উত্তর এনে দিতে পারে দ্বিগুণ অর্থ। এছাড়া বোনাস প্রশ্নে পাওয়া অর্থও আছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।