নয়াদিল্লি: সম্প্রতি স্যুইৎজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে (Locarno Film Festival) বিশেষ সম্মানে ভূষিত হন শাহরুখ খান (Shah Rukh Khan)। সেখানেই নিজের আগানী ছবি সম্পর্কে তথ্য দিলেন অভিনেতা। এবার কিং খানকে দেখা যাবে 'কিং' (King) ছবিতে। জল্পনা সত্যি করেই তিনি জানান যে তাঁর আগামী ছবির পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh)।


সুজয় ঘোষের পরিচালনায় এবার নতুন ছবি শাহরুখের


জল্পনা চলছিল অনেকদিন ধরেই। শোনা যাচ্ছিল এবার সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দর্শকের সঙ্গে এক লাইভ সেশনে বলিউডের বাদশাহ সেই খবরে সিলমোহর দেন। তাঁর নতুন ছবির নাম 'কিং' বলেই জানান। 


প্রায় বছর চারেকের বিরতির পর ২০২৩ সালে বড়পর্দায় ফেরেন শাহরুখ খান। একই বছরে তিন তিনটি সুপারহিট ছবি উপহার দেন তিনি দর্শক ও বলিউডকে। ২০২৪ সালে এখনও পর্যন্ত তাঁর কোনও ছবি মুক্তি পায়নি, বা বাকি অর্ধেক বছরে পাওয়ার কথাও নেই। ফলে দর্শকের অপেক্ষার প্রহর বাড়ছেই। কবে ফিরবেন কিং খান পর্দায়?


তবে দ্রুত সেই পরিস্থিতির বদল ঘটবে বলে আশা করা যাচ্ছে। সুজয় ঘোষের পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। এই ছবি হবে অ্যাকশনে ভরপুর, ফলে ওজন ঝরাচ্ছেন অভিনেতা, সেই কথাও জানালেন নিজেই। শাহরুখ খান বলেন, 'অ্যাকশন বেশ শক্ত, সেটা অভ্যাস করতে হয়, শিখতে হয় এবং 'ডাবলস' থাকেন যাঁরা বেশ কিছু ভয়ানক স্টান্ট করেন। আমার কয়েকজন দারুণ মানুষ রয়েছেন। কিন্তু যদি সততার সঙ্গে বিক্রি করতে চাও তাহলে এই সবকিছু ৮০ শতাংশ নিজেকে করতে হয়। নয়তো, ঠিক লাগে না ব্যাপারটা।'


এরপর বেশ কৌতুকের সুরে জানান যে পর্দায় অ্যাকশন দেখতে খুব 'কুল' লাগলেও, ঝাঁ চকচকে ব্যাপারটা একেবারেই নয়। তিনি বলেন, 'এরপর যে সিনেমাটা আমি করছি, 'কিং', আমাকে 'কিং' ছবির কাজ শুরু করতে হবে। খানিক ওজন কমাতে হবে, এবং খানিক স্ট্রেচিং করতে হবে যাতে অ্যাকশন করতে গিয়ে কুঁচকিতে চোট না পাই। খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। অ্যাকশনের পরে আমাকে সেটে দেখতে পাওয়া সবচেয়ে খারাপ, যখন ফিল্মে আমাকে 'কুল' লাগে কিন্তু আমার নিজের অবস্থা খারাপ আর তখন হঠাৎ লোকজনকে দেখলে উড়ন্ত চুম্বন পাঠাতে হয়।'


আরও পড়ুন: 'Stree 2' Advance Booking: অগ্রিম বুকিংয়ে আশার আলো! 'স্ত্রী ২'র প্রথম দিনের ব্যবসা ছাপিয়ে যেতে পারে 'ফাইটার'-'কল্কি ২৮৯৮ এডি'কে


২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় 'পাঠান', ৭ সেপ্টেম্বর মুক্তি পায় 'জওয়ান' ও ২২ ডিসেম্বর মুক্তি পায় 'ডাঙ্কি'। বলিউডের দীর্ঘদিনের খরা কাটিয়ে কিং খানের হাত ধরে হয় লক্ষ্মীলাভ। 'কিং' সিনেমাটি কতটা প্রত্যাশা পূরণ করে তা বলবে সময়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।