মুম্বই: গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, রুটিন চেক আপ করাতে হাসপাতালে যান তিনি।
লীলাবতী হাসপাতালে অমিতাভের ভর্তি হওয়ার খবরে গতকাল সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। জানা যায়, পেটের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। কিন্তু লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অমিতাভ রুটিন চেক আপের জন্য এসেছিলেন, বাড়িও ফিরে গিয়েছেন।
হাসপাতাল থেকে বার হওয়ার সময় গাড়ির পিছনের আসনে বসেছিলেন বিগ বি। মাথা ঢাকা ছিল টুপিতে। ছেলে অভিষেকও ছিলেন গাড়িতে।
[embed]https://www.instagram.com/p/Be-2HnsA9tJ/?taken-by=manav.manglani[/embed]
আপাতত অমিতাভ ১০২ নট আউট ও ঠগস অফ হিন্দোস্তানের শ্যুটিংয়ে ব্যস্ত। কিছুদিন ধরেই কাঁধে অসহ্য যন্ত্রণার কথা বলছিলেন তিনি।
মাথা ঢাকা টুপিতে, হাসপাতাল থেকে ফিরলেন অমিতাভ বচ্চন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Feb 2018 11:13 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -