মুম্বই: নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোনই বলিউডে নম্বর ওয়ান অভিনেত্রী। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে ১০ অভিনেত্রীর তালিকায় নাম উঠে এসেছে দীপিকার। এবার জানা গেল, ‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্য বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের থেকেও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা। স্বয়ং বিগ বি এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। বলিউড লাইফ-কে দেওয়া এক সাক্ষাত্কারে অমিতাভ বলেছেন, ‘পিকু’-তে দীপিকা তাঁর থেকে বেশি পারিশ্রমিক পেয়েছেন। বিগ বি বলেছেন, এর থেকে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, দীপিকা তাঁর থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে কাজ করায় তিনি প্রাইস ট্যাগ হারিয়ে ফেলেছেন। হয়ত তিনি ততটা গুরুত্বপূর্ণ নন।
‘পিকু’-র পরিচালক সুজিত সরকারও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। বিগ-বি-র সঙ্গে তিনিও ওই সাক্ষাত্কারে ছিলেন। অমিতাভের আগামী সিনেমা ‘পিঙ্ক’-এর প্রযোজক সুজিত বলেছেন, এতে ক্ষতি তো কিছু নেই।
অমিতাভ এখন ‘পিঙ্ক’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত। তিনি মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করছেন। ‘পিঙ্ক’-এর বিষয়বস্তু এই বিষয়টি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সকলের জন্য সমান পারিশ্রমিকের দাবি সমর্থন করেছেন তিনি।
'পিকু'-তে তাঁর থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা, জানালেন অমিতাভ
ABP Ananda, web desk
Updated at:
08 Sep 2016 04:27 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -