মুম্বই: বুধবার প্রয়াত হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তাঁর প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগী থেকে সতীর্থরা। প্রায় ৪১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু। মাঝে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হল না (Raju Srivastava Passes Away)। দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করলেন তিনি। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে রাজু শ্রীবাস্তবের সম্পর্কটা কাজের বাইরে গিয়েও আরও বেশ কিছুটা ঘনিষ্ঠ। বিগ বি-কে ঈশ্বরের চোখে দেখতেন রাজু। তাঁর মিমিক্রি করে দারুণ জনপ্রিয় হন রাজু শ্রীবাস্তব। কৌতুক অভিনেতা অসুস্থ থাকার সময় তাঁর জন্য ভয়েস মেসেজ পাঠান অমিতাভ বচ্চন। আর সেই ভয়েস মেসেজ পেয়ে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানাচ্ছেন বিগ বি।
অজ্ঞান অবস্থায় অমিতাভ বচ্চনের ভয়েস মেসেজ পেয়ে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব?
রাজু শ্রীবাস্তবের প্রয়াণের পর শোকাচ্ছ্বন্ন বিনোদন মহল। অনুরাগীদের কাছে তিনি যেমন প্রিয় ছিলেন, তেমনই ইন্ডাস্ট্রিতেও রাজুর প্রিয়জনের সংখ্যা অনেক। তাঁর প্রয়াণে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তা দিয়েছেন অনেক তারকা। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজু শ্রীবাস্তবের প্রয়াণের পর শোকবার্তা দেন। তিনি লেখেন, 'আর একজন কলিগ, বন্ধু, শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন। সময়ের আগেই অকালে চলে গেলেন নিজের শিল্প প্রদর্শন সম্পূর্ণ না করেই। ওর হিউমর, ব্যবহার, সময় জ্ঞান আমাদের সঙ্গে থেকে যাবে। একেবারে আলাদা, খোলা মনের মানুষ, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, হিউমরে ভরা কথাবার্তা, ওর হাসি এখন স্বর্গ থেকে দেখা যাবে। আর তা পাবেন ঈশ্বর।' রাজু শ্রীবাস্তবের প্রয়াণে অমিতাভ বচ্চন যে কতটা শোকাহত, তা বোঝাই যাচ্ছে তাঁর বার্তা থেকে। তিনি আরও জানাচ্ছেন যে, রাজুর পরিবারের সদস্যদের কাছে তিনি কমেডিয়ানের জন্য ভয়েস মেসেজ পাঠাতেন। যাতে রাজুর চিকিৎসায় সুবিধা হয়।
আরও পড়ুন - Bipasha Basu: আজ বিপাশা বসুর জীবনের বিশেষ একটি দিন
গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন তাঁর হার্ট অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর জিম ট্রেনার। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে জ্ঞান ফেরেনি রাজুর। তাঁর চিকিৎসার সুবিধার জন্য ভয়েস মেসেজ পাঠাতেন অমিতাভ বচ্চন। সেই প্রসঙ্গে বিগ বি বলছেন, 'প্রতিদিন সকালে আমি ওর পরিবারের কারও না কারও থেকে ওর খবর নিতাম। ওর পরিবারের লোকেরা আমাকে পরামর্শ দিয়েছিল ওর জ্ঞান ফেরানোর জন্য ভয়েস মেসেজ পাঠাতে। আমি পাঠিয়েছিলাম। ওর সেই বার্তা রাজুর কানে শুনিয়েছিলেন। ভয়েস মেসেজ পেয়েই ওর লোক পলকের মধ্যে খুলে গিয়েছিল। যদিও পরক্ষণেই তা ফের বন্ধ হয়ে যায়।'