Rupee Today: ফের টাকার রেকর্ড পতন হল মার্কিন ডলারের তুলনায়। আজ সকালেই ১ ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা। যা সর্বকালীন রেকর্ড। গতকাল মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।  আমেরিকার ফেডারেল রিজার্ভ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পরই টাকার পতন।


শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ডলারের তুলনায় টাকা তার সর্বনিম্ন স্তরে খোলে। এই প্রথমবার প্রতি ডলার ৮১-র মাত্রা ছাড়িয়েছে টাকা। বৃহস্পতিবার, ডলারের তুলনায় টাকা ৮০.৮৬-তে বন্ধ হয়েছিল । ২৪ ফেব্রুয়ারির পর যা সবথেকে বড় পতন। বিশেষজ্ঞদের মতে, ডলারের  তুলনায় টাকা ৮১ ছাড়িয়ে  ৮১.৫০-এর পর্যায়ে যেতে পারে।


বর্তমানে মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি ব্যাপক আকার ধারণ করেছে। যার জেরে ফেড রেট বৃদ্ধির ঘোষণা করেছে জো বাইডেনের সরকার। বর্তমানে ডলার সূচক ১১১ -র উপরে ট্রেড করছে। দুই বছরের ইউএস বন্ডের ইল্ড বহু বছরের উচ্চ ৪.১ শতাংশের ওপরে রয়েছে। যে কারণে, শুক্রবার প্রথমবার  ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন ঘটেছে। ৮১.২৩-0এ নেমে এসেছে টাকা।


সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন বলছে, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে মার্কিন ফেড পলিসি হোল্ডাররা। ইউক্রেনের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে ইতিমধ্য়েই বদলে গিয়েছে আমেরিকার অর্থনীতি। এ কারণেই বিদেশি বাজারে মার্কিন মুদ্রা শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ডোমেস্টিক ইক্যুইটি বাজারের অবস্থা, বিনিয়োগকারীদের ঝুঁকি ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে টাকার ওপর। 


এ প্রসঙ্গে এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার জানিয়েছেন, দেশের অর্থনীতির মৌলিক বিষয়গুলি শক্তিশালী হওয়া সত্ত্বেও টাকার মূল্যে কিছুদিন পতন থাকতে পারে। তবে অন্যান্য দেশের মুদ্রার তুলনায় টাকার পরিস্থিতি এখন অনেকটা এগিয়ে।  পারমার বলেছেন,  USD-INR-এর স্পট প্রাইসের রেজিস্ট্যান্স ৮১.২৫ থেকে ৮১.৪০ এর মধ্যে ৮০.১২-এ সাপোর্ট নিতে পারে ।