মুম্বই : বিকাশ বহেলের আগামী ছবি 'গুডবাই' নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কারণ? এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, এই ছবিতে দক্ষিণের ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকেও দেখা যাবে। 'গুডবাই' ছবিতে গুড নিউজ রয়েছে আরও একটা। এই প্রথম পর্দায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তাকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 'গুডবাই' ছবির শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মন্দানাকে। অমিতাভ বচ্চনের লুক এই ছবিতে যা দেখা যাচ্ছে, তা হলো- তিনি বন্ধগলা কুর্তা এবং পাজামা পরে রয়েছেন। বিগ বি-র পরনের গলাবন্ধ কুর্তাটি হালকা গোলাপি রঙের। আর তার উপর তিনি একটি কালচে কোর্ট পরে রয়েছেন। অমিতাভ বচ্চনের চুল মোটের উপর লালচে-কালো। তবে, কিছু চুলে পাক ধরেছে। অন্যদিকে রশ্মিকাকে দেখা যাচ্ছে একেবারে সাদামাটা পোশাকে।
অভিজ্ঞ অভিনেত্রী নীনা গুপ্তাকে এই প্রথম পর্দায় বিগ বি-র বিপরীতে দেখা যাবে। তাই বেশ উত্তেজিত নীনা গুপ্তা স্বয়ং। এছাড়াও 'গুডবাই' ছবিতে অভিনয় করতে দেখা যাবে অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' খ্যাত পাভেল গুলাটিকে। রশ্মিকা মন্দানার যদিও এটাই বলিউডের ডেবউ ফিল্ম নয়। কারণ, সিদ্ধার্থ মালহোত্রর বিপরীতে 'মিশন মঞ্জু' ছবি দিয়েই বলিউডে নিজের যাত্রা শুরু করছেন রশ্মিকা। সেক্ষেত্রে 'গুডবাই' হবে তাঁর বলিউডের কাজের দ্বিতীয় ছবি।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের ভক্তদের উদ্দেশ্য জানানো যে, 'গুডবাই' ছবি ছাড়াও বিগ বি-র হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যেমন, অয়ণ মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে কাজ করবেন তিনি। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপূর, আলিয়া ভট্ট, দক্ষিণের সুপারস্টার নাগার্জুন, ডিম্পল কপাডিয়া এবং মৌনি রায়কে। এছাড়াও বিগ বি-র হাতে রয়েছে পরিচালক নাগ অশ্বিনের ছবি। যদিও এই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও থাকবেন বাহুবলী খ্যাত প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। এছাড়াও বিগ বি ও এমরান হাসমিকে দেখা যাবে চেহারা ছবিতে।