মুম্বই: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সদ্য মুক্তি প্রাপ্ত স্পোর্টস ড্রামা 'ঝুন্ড' (Jhund) মুক্তি পাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ (Zee5)। মে (May) মাসেই মুক্তি পাবে ছবিটি। 


স্পোর্টস ড্রামা 'ঝুন্ড'


'ঝুন্ড' বিজয় বারসের জীবনের উপর ভিত্তি করে তৈরি একটি আত্মজীবনীমূলক ছবি। ছবিতে একজন বাস্তব জীবনের নায়ক এবং 'স্লাম সকার'-এর প্রতিষ্ঠাতাকে দেখা যাবে যিনি একটি সংস্থার জন্য কাজ করেন যাঁরা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত দক্ষ ফুটবল খেলোয়াড়দের নিয়ে কাজ করেন। সেই শিশুদের সুস্থতা ও বিকাশের দায়িত্ব নেয় এই সংস্থা।


 






'ঝুন্ড' দেখে উচ্ছ্বসিত দর্শক
 
গত মাসের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের নতুন ছবি 'ঝুন্ড'। এই ছবিতে একজন ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা দেখা যায়। কলকাতায় অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশনের সদস্যরা ছবিটি নিয়ে উচ্ছ্বসিত। তাঁরা এই ছবির সাফল্য উদযাপন করেন।


আমির খান এই ছবির চিত্রনাট্য শুনে অমিতাভকে মূল চরিত্রে অভিনয় করতে বলেন। তাঁর কথা শুনেই এই ছবিতে অভিনয় করতে রাজি হন অমিতাভ।


আরও পড়ুন: Amitabh Bachchan Update: টাইগার শ্রফের স্টান্ট দেখে অনুপ্রাণিত অমিতাভ বচ্চন, পোস্ট করলেন ছবি


সম্প্রতি খেলা নিয়ে বলিউডে একাধিক ছবি হয়েছে। তবে ‘ঝুন্ড’একদম আলাদা ছবি। ‘স্লাম সকার’নিয়ে এর আগে ভারতে ছবি হয়নি। এই প্রথম এ ধরনের বিষয় নিয়ে ছবি হল। এই ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে। তিনিই এই ছবির চিত্রনাট্য লিখেছেন। এই ছবিতে সমাজের পিছিয়ে থাকা অংশের লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে।