মুম্বই: ছয় ম্যাচের সবকটিতে হার। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে এবারের আইপিএল (IPL) যেন দুঃস্বপ্নের হয়ে উঠেছে। যেখানে পয়েন্ট টেবিলে নিঃস্ব রোহিত শর্মারা (Rohit Sharma)। দলের হাল ফেরাতে টুর্নামেন্টে ধারাভাষ্য়কার হিসাবে কাজ করা ক্রিকেটারকে দলে নিতে চলেছেন রোহিত শর্মারা?
অবিক্রিত তারকা
মুম্বই ইন্ডিয়ান্সে কি যোগ দিচ্ছেন পেসার ধবল কুলকার্নি? সূত্রের খবর সেরকমই। ৩৩ বছর বয়সী ধবল চলতি আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। আইপিএলের মেগা নিলামে ধবল কুলকার্নিকে কোনও দলই কেনেনি। তিনি এর আগে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন।
সোশ্যালে ইঙ্গিত
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা ধবল নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কোথায় যাব?’ কিছুদিন আগেই রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণে ধার বাড়ানোর কথা বলেছিলেন। মুম্বইয়ের পেসার যশপ্রীত বুমরা ছাড়া বাকি পেসাররা অর্থাৎ জয়দেব উনাদকাট এবং টাইমাল মিলস আইপিএল ২০২২-এ ভালো পারফর্ম করতে পারছেন না। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চলতি আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই। সে কারণেই এই মুহূর্তে ধবলের ট্যুইট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ইঙ্গিত দিয়েছেন ধবল। তবে অনেকে ধবলের ট্যুইট নিয়ে মজাও করছেন। কারণ ট্যুইটের শেষে সাল লিখতে গিয়ে ধবল ২০২২২ লিখেছেন। সেটা ভুল করে নাকি ইচ্ছাকৃত, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।
আইপিএলের মেগা নিলামে ধবলকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। যে কারণে চলতি মরসুমে তাঁকে ধারাভাষ্য করতে দেখা যাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়ের চোট লাগলে, তবেই তাঁর বদলি হিসেবে ধবল কুলকার্নিকে দলে নিতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁকে ২০২০ সালে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। বোলিংয়ে নিজের দক্ষতা দিয়ে মুম্বই দলকে এই কঠিন সময়ে সাহায্য করতে পারেন ধবল। সে দিকেই এখন তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের ভক্ত ও সমর্থকেরা।
আরও পড়ুন: উনিশেই মৃত্যু বাংলার প্যারা সাঁতারুর, অর্থাভাবে মিলছে না দেহ, দিশেহারা বাবা