মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাঁর ফলোয়ার সংখ্যা ৮০ মিলিয়ন ছাড়িয়ে গেল। অমিতাভ নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।



ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ সক্রিয় অমিতাভ। তিনি প্রায়ই বিভিন্ন পোস্ট করেন। ট্যুইটারে এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৩১.৭ মিলিয়ন। ফেসবুকে তাঁর ফলোয়ার ২৭.৬ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৬২ মিলিয়ন।