নয়াদিল্লি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খান। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। নিউমোনিয়ার লক্ষণও দেখা যাচ্ছে। তাঁকে দ্রুত সেরে ওঠার জন্য শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, ‘অসামান্য প্রতিভাবান অভিনেতা ও লেখক কাদের খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। তাঁকে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। তিনি আমার ছবির জন্য লিখেছেন। তাঁর সঙ্গ সবসময় ভাল লাগে। তিনি লাইব্রেরিয়ানও বটে। অনেকেই জানে না, তিনি অঙ্কের শিক্ষক।’



বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ৮১ বছর বয়সি কাদের কানাডার একটি হাসপাতালে ভর্তি। তাঁর শরীরের ভারসাম্য নেই। তিনি হাঁটতে পারছেন না। ২০১৭ সালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। ১৯৩৭ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্ম হয় এই অভিনেতার। ‘খুন ভরি মাঙ্গ’, ‘বিবি হো তো অ্যায়সি’, ‘বোল রাধা বোল’, ‘ম্যায় খিলাড়ি তু আনারি’, ‘জুড়বা’, ‘দুলহে রাজা’, ‘হসিনা মান জায়েগি’-র মতো বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন কাদের। তিনি অমিতাভের সঙ্গে ‘দো অউর দো পাঁচ’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘মিস্টার নটবরলাল’, ‘সুহাগ’, ‘কুলি’ ছবিতে অভিনয় করেছেন। ২০১৫ সালে ‘হো গয়া দিমাগ কা দহি’ ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল।