মুম্বই: তিনি মনে করে রণবীর সিংহকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু রণবীর জবাব দেননি। টুইটারে রণবীরকে এ নিয়ে প্রশ্ন করতে বাজিরাও জানালেন, অবশ্যই জবাব দিয়েছেন তিনি। পরে ক্রস চেকও করেছেন।

বিগ বি-র সমস্যা হল, তিনি এখনও আদ্যিকালের এসএমএসেই পড়ে রয়েছেন, টুইটার ব্যবহার করতে শিখলেও হোয়াটসঅ্যাপের অ আ ক খ জানেন না। ফলে তাঁর পাঠানো মেসেজ অনেক সময়েই অপঠিত থেকে যাচ্ছে, যেমন সোনম কপূরের ক্ষেত্রে ঘটেছিল।





রণবীর অবশ্য দাবি করেছেন, বিগ বির মেসেজের জবাব দিয়েছেন তিনি। তাঁর অস্তিত্ব সম্পর্কে যে সিনিয়র বচ্চন অবগত, এতেই তিনি ধন্য।







এক ফ্যান অমিতাভকে পরামর্শ দিয়েছেন হোয়াটসঅ্যাপ শুরু করতে। দেখা যাক, সেই সৎ পরামর্শ তিনি গ্রহণ করেন কিনা।