মুম্বই: মাত্র কদিন আগে কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছেন সকন্যা ঐশ্বর্যা রাই বচ্চন। মেয়ে আরাধ্যার বয়স ৫ হলে কী হবে, ইতিমধ্যেই সে হেঁটে ফেলেছে কানের লাল কার্পেটে। এবার অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করলেন পুত্রবধু ও নাতনির একটি ছবি। নীচে ক্যাপশন, বহুরানি অওর হামারি রানি।
অভিষেক বচ্চনও পোস্ট করেছেন ঐশ্বর্যা ও আরাধ্যার ছবি।