মুম্বই: সামনেই ভ্যালেন্টাইনস ডে। তার আগে ইনস্টাগ্রামে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন।

ছবির ক্যাপশন, ইটস অলওয়েজ স্মাইলস হোয়েন ইউ ওয়ার্ক টুগেদার...

[embed]https://www.instagram.com/p/BexAT4TBjWt/?utm_source=ig_embed[/embed]

অমিতাভকে এবার দেখা যাবে যশরাজ ফিল্মসের ঠকস অফ হিন্দোস্তান ছবিতে। এছাড়া ধর্মা প্রোডাকশনসের ট্রিলজি ব্রহ্মাস্ত্রর প্রথম অংশেও তাঁর কাজ করার কথা।