বারাসাত: শেষ মুহূর্তে ডুডুর গোল। ইন্ডিয়ান অ্যারোজকে ১-০ গোলে হারিয়ে ফের আইলিগের খেতাবি দৌড়ে ইস্টবেঙ্গল। মোহন বাগানকে পিছনে ফেলে ফের লিগ তালিকায় ৩ নম্বরে লাল হলুদ।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লাল হলুদ। বারবার অ্যারোজের বক্সে আক্রমণ শানাচ্ছিলেন ডুডু, ক্রোমা, জাস্টিনরা। কিন্তু, বারবার তা আটকে যাচ্ছিল অ্যারোজের দূর্ভেদ্য ডিফেন্সে। সঙ্গে তাদের গোলকিপার প্রভুসুখন গিলের দুর্দান্ত গোলকিপিং। প্রথমার্ধে কিছু সুবর্ণ সুযোগ নষ্ট। দ্বিতীয়ার্ধেও অবস্থা তথৈবচ। ম্যাচের নিয়তি যখন ফের আর একটা গোলশূন্য ড্র বলে মনে করছে সবাই, তখনই ম্যাজিক। মহম্মদ রফিকের বাড়ানো লম্বা পাস থেকে দুরন্ত হেডারে নিখুঁত ফিনিশ ডুডুর। ম্যাচের শেষ মিনিটে জয় ছিনিয়ে নিল লাল হলুদ। এদিনের জয়ের সুবাদে লিগ তালিকায় ফের তিন নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
আইলিগ: ডুডুর একমাত্র গোলে ইন্ডিয়ান অ্যারোজকে হারাল ইস্টবেঙ্গল
Web Desk, ABP Ananda
Updated at:
04 Feb 2018 09:24 PM (IST)
ছবি সৌজন্য- আই লিগ
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -