জয়ার সঙ্গে লন্ডনে যেতে চাইলে আগে বিয়ে করো, অমিতাভকে বলেছিলেন বাবা, বিবাহবার্ষিকীতে আর কী ফাঁস করলেন শাহেনশা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 08:25 AM (IST)
বুধবার জয়ার সঙ্গে বিয়ের পুরনো দুটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘বিগ বি’।
মুম্বই: বুধবার, ৩ জুন অমিতাভ ও জয়া বচ্চনের ৪৭তম বিবাহবার্ষিকী। আর বিশেষ এই দিনে শাহেনশা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন তাঁর বিয়ে নিয়ে অজানা গল্প। সাল ১৯৭৩। মে মাস। সদ্য রিলিজ করেছে অমিতাভ আর জয়া অভিনীত সিনেমা ‘জঞ্জির’। প্রকাশ মেহরার নির্দেশিত ছবি মেগাহিট হয়েছিল। দর্শক উপচে পড়েছিল সিনেমা হলগুলোতে। তার পরের মাসেই জয়াকে বিয়ে করেন অমিতাভ। সাত পাকে বাঁধা পড়ার পরে বুধবার ৪৭ বছর পার করল এই জুটি। অমিতাভ ট্যুইট করে জানালেন তাঁর বিয়ে নিয়ে মজার কথা। লিখলেন, ’৪৭ বছর আগে এই দিনে... ১৯৭৩ সালের ৩ জুন। আমরা ঠিক করেছিলাম জঞ্জির বক্স অফিসে সফল হলে উদযাপন করার জন্য বন্ধুরা সকলে মিলে প্রথমবারের জন্য লন্ডন যাব।’ কিন্তু বাদ সেধেছিলেন বাবা হরিবংশ রাই বচ্চন। অমিতাভ লিখেছেন, ‘বাবা জানতে চেয়েছিলেন, সঙ্গে কে কে যাচ্ছে? যখন জয়ার কথা জানিয়েছিলাম, বাবা বলেছিলেন, আগে বিয়ে করো, তারপর যাবে। নচেৎ নয়। সেই কথা মেনে নিয়েছিলাম।’ বুধবার জয়ার সঙ্গে বিয়ের পুরনো দুটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘বিগ বি’।