মুম্বই:  বিশ্বের যেকোনও জায়গায় যাই ঘটুক, সবকিছু নিয়েই প্রথমে টুইট করে থাকেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তবে সববিষয় মতামত প্রকাশের সঙ্গে নিজের একটি করে ছবি পোস্টের অভ্যাস আছে বিগ বি-র। অভিনেতার সেই অভ্যাসটা মোটেই ভালভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। সেইজন্যে সাম্প্রতিক বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই নিয়ে অমিতাভ বচ্চনের টুইট কটাক্ষের পর তাঁকে মোটেই ছেড়ে কথা বলেননি টুইটারাইটরা।

বৃষ্টির পর বিপর্যস্ত মুম্বইয়ের অবস্থা নিয়ে এই টুইটগুলি করেন অমিতাভ।





 



 


তিনি প্রথম টুইটে লেখেন মুম্বইয়ে রিয়েল এস্টেটের দাম ফের উর্ধ্বমুখী, কারণ এখন সব বাড়িই সমুদ্রমুখী। এরপরই বিরক্তিতে ফেটে পড়েন টুইটারাইটরা।

টুইটারাইটার পাল্টা তাঁকে বলনে, ঝড় সঙ্গে মুষলধারে বৃষ্টিতে কোনও মজা নেই। এই পরিস্থিতি নিয়ে হাসিঠাট্টা করার কোনও কারণ নেই। আরেক জন অমিতাভের মজা করার ক্ষমতাকে কটাক্ষ করে বিগ বিকে বলেন, ভাবতে পারছেন এইমুহূর্তে কত বাবা-মা, তাঁদের সন্তানরা কতটা যন্ত্রণা ও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

দেখুন টুইটারাইদের তাঁকে করা কয়েকটি টুইটের নমুনা