নয়াদিল্লি: ফের সাত বা আটের দশকের অ্যাংরি ইয়াং ম্যানের মেজাজে বিগ বি। মোবাইল সংস্থার পরিষেবায় ক্ষুব্ধ হয়ে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন। ট্যুইট করে সরাসরি ওই মোবাইল সংস্থার বিরুদ্ধে অমিতাভ লিখেছেন, গত কয়েকদিন ধরেই তিনি এসএমএস পাঠাতে পারছেন না। তাঁর ফোনে এসএমএস আসছে, কিন্তু যাচ্ছে না। তাঁর খুব সমস্যা হচ্ছে। ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে নিয়েও কটাক্ষ করেন অমিতাভ।




ট্যুইটারে এভাবে ক্ষোভ প্রকাশ করার আধঘণ্টার মধ্যেই সমস্যা মিটে যায়। এরপর ফের ট্যুইট করে ওই সংস্থাকে ধন্যবাদ জানান অমিতাভ।