Amitabh Bachchan Update: ফের করোনার হানা বচ্চন বাড়িতে, আক্রান্ত ২ কর্মচারী

Amitabh Bachchan Update: গত বছর করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়।

Continues below advertisement

মুম্বই: অমিতাভ বচ্চনের ঘরে ফের করোনা সংক্রমণ। এবার সংক্রমিত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ২ কর্মচারী, এমনটাই খবর সূত্রের। নিজের ব্লগেই এই তথ্য দিলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘ঘরে কোভিড পরিস্থিতি, পরে সবার সঙ্গে যোগাযোগ করব’। 

Continues below advertisement

গত বছর করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়।উদ্বেগ প্রকাশ করে এদিন ব্লগে লেখেন বিগ বি যে তাঁর বাংলোয় ফের করোনা হানা দিয়েছে। সূত্রের খবর, অমিতাভের বাংলোর এক মালি করোনা আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন: Jacqueline Fernandez Update: হাসপাতালে ভর্তি জ্যাকলিন ফার্নান্ডেজের মা

করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ এসে গিয়েছে। আর এই তৃতীয় ঢেউয়ে (Covid19) সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক তারকা। বলিউডে একের পর এক ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি রীতিমতো কঠিন হচ্ছে ফের। গতকালই খবর আসে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। গায়ক, তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও করোনা আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন তিনি। এছাড়াও আমরা জেনেছি করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাহাম, একতা কপূর, সুমনা চক্রবর্তী, অর্জুন কপূর, ম্রুণাল ঠাকুর। সস্ত্রীক করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।

শুধু বলিউডই নয়, করোনা জাঁকিয়ে বসেছে এবার টলিউডেও। অনেকেই দ্বিতীয়বার, তৃতীয়বার করে আক্রান্ত হচ্ছেন। খবর পাওয়া যায় কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান শ্রীজাত। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'

খবর মেলে দ্বিতীয়বার এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ-শুভশ্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola