মুম্বই: বলিউডের বিভিন্ন ফিল্ম সমালোচক থেকে ট্রেড অ্যানালিস্ট প্রত্যেকেই এক সময় বলতেন বলিউডের এক নম্বর পজিশনের সিংহাসন থেকে অমিতাভ বচ্চনকে যদি কেউ সরাতে পারেন, তাহলে তিনি হলেন বিনোদ খন্না। একটি বিনোদনের পোর্টালে পরিচালক মহেশ ভট্ট এবং এক বিনোদন সাংবাদিক এপ্রসঙ্গে একই কথা বলেছিলেন। কিন্তু মৃত্যু বোধহয় সবকিছুকেই হারিয়ে দেয়। মৃত্যুর পর সমস্ত প্রতিযোগিতা, দ্বন্দ্ব সবকিছুই মিথ্যা হয়ে যায়। তাই আজ নিজের একসময়ের সহঅভিনেতা বিনোদ খন্নার মৃত্যুর খবর পাওয়া মাত্র, নিজের আসন্ন ছবি ‘সরকার থ্রি’র প্রচার সংক্রান্ত সাক্ষাত্কার ছেড়ে বেরিয়ে যান বিগ বি। জানা গিয়েছে, সেখান থেকে তিনি সোজা চলে গিয়েছেন খন্না পরিবারের বাসভবনে, আজকের দিনে তাঁদের পাশে থাকতে।

‘অমর আকবর অ্যান্টনি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বিগ বি-বিনোদ। অমরকে হারিয়ে আজ অ্যান্টনি কার্যত স্তব্ধ। বন্ধুকে শেষ দেখা দেখতে তাই আজ আর কোনও সময় নষ্ট করেননি তিনি।

অতীতে শোনা যায়, নিজের কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন হঠাৎ করেই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন বিনোদ খন্না। সেই জন্যেই হয়তো বলিউড অমিতাভ ও বিনোদের মধ্যে সেই হাড্ডাহাড্ডি লড়াইও আর দেখেনি। গুরুদেব ওশো রজনীশের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে সব কিছু থেকে নিজেকে কার্যত সরিয়ে নেন বিনোদ। সেসময় বিভিন্ন ছবির জন্যে নেওয়া টাকাও ফিরিয়ে দেন প্রযোজকদের। তবে পাঁচ বছর বিরতি নেওয়ার পর ফের তিনি ফিরে আসেন রুপোলি পর্দায়। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ ছবিতে, শাহরুখ খান এবং বরুণ ধওয়ানের বাবার ভূমিকায়।