মুম্বই: দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি। অথচ সেখানে রাজ্য সরকারের অনুমতিক্রমে শুরু হয়েছে টেলিভিশন সিরিয়াল ও চলচ্চিত্রের শ্যুটিং। যদিও ১০ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য শ্যুটিংয়ে না যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে অনেক প্রবীণ অভিনেতাই কাজে যোগ দিতে পারেননি।
লকডাউনের মধ্যেই বাড়ি থেকে 'কউন বনেগা ক্রোড়পতি' র প্রোমোশনাল ভিডিওর শুটিং করেন অমিতাভ। তিনি একপ্রকার মানসিক ভাবে তৈরিই ছিলেন কাজে ফেরার জন্য। তারপরই মহারাষ্ট্র সরকারের এই নির্দেশ। এর উপর খাঁড়ার ঘা, অমিতাভের করোনা সংক্রমণ।
'কউন বনেগা ক্রোড়পতি' র দ্বাদশ সেশনের অংশগ্রহণকারীদের নির্বাচনের পদ্ধতিও শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের এক জনপ্রিয় ট্যাবলয়েডকে শো-কর্তৃপক্ষ জানিয়েছে, অমিতাভ বচ্চনের সঙ্গে ওই শো-এর সম্পর্ক গভীর। বিগ বি ছাড়া এই অনুষ্ঠান কল্পনাতীত। তাই করোনা আবহে শুটিং শিড্যুল নতুন করে করা হবে।
একদিকে করোনা আবহে মহারাষ্ট্রের শ্যুটিং-নির্দেশিকার বিধিনিষেধ, অন্যদিকে অমিতাভের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আপাতত জনপ্রিয় শো-এর ভবিষ্যৎ বিশ বাঁও জলে।
'কউন বনেগা ক্রোড়পতি' তে অমিতাভের বদলে কি নতুন কেউ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2020 08:46 AM (IST)
'কউন বনেগা ক্রোড়পতি' র দ্বাদশ সেশনের অংশগ্রহণকারীদের নির্বাচনের পদ্ধতিও শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের এক জনপ্রিয় ট্যাবলয়েডকে শো-কর্তৃপক্ষ জানিয়েছে...
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -