উজ্জ্বয়িনী: অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই দেশজুড়ে চলছে পুজো-প্রার্থনা। প্রিয় তারকার আরোগ্য কামনায় বিভিন্ন জায়গায় হচ্ছে হোম যজ্ঞও। মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে হল 'মহামৃত্যুঞ্জয় যজ্ঞ'। মন্দিরের পুরোহিতদের উদ্যোগেই অনুষ্ঠিত হয়েছে যজ্ঞ।
শনিবার সন্ধেয় অমিতাভ বচ্চনের করোনা সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, কোভিড পজিটিভ অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যাও। যদিও নেগেটিভ আসে জয়া বচ্চনের রিপোর্ট। কোয়ারেন্টিনে বচ্চন পরিবারের কর্মচারীরাও।
মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, “ আমরা অভিনেতার করোনা সংক্রমণের খবর পাওয়ার পরই ঠিক করি, রবিবার সকালে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব।”
এই যজ্ঞ মানুষকে কঠিন অসুখ-বিসুখ দূরে রাখতে সাহায্য করে। স্বাস্থ্যের উন্নতির জন্যই করা হয় এই যজ্ঞ। জানিয়েছেন মন্দিরের পুরোহিতরা।
রবিবার সকাল ৮টায় শুরু হয় যজ্ঞ। অমিতাভের ছবি সামনে রেখেই করা হয় পুজো। ১১ জন পুরোহিত মিলে যজ্ঞ করেন। বিকেল ৫টা অবধি চলে মন্ত্রোচ্চারণ।
দেশের ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মহাকালেশ্বর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন পুজো দিতে।
অমিতাভের আরোগ্য কামনায় মহাকালেশ্বর মন্দিরে 'মহামৃত্যুঞ্জয় যজ্ঞ'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2020 07:49 AM (IST)
অমিতাভ, অভিষেকের পর ঐশ্বর্য, আরাধ্যারও করোনা। মৃদু উপসর্গ থাকায় আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা। সামান্য জ্বর-শ্বাসকষ্ট থাকলেও স্থিতিশীল বিগ বি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -