নয়াদিল্লি: হঠাতই একটি চিঠি আসে অভিনেতা ইমরান হাসমির ছয় বছরের ছেলে অয়নের নামে। চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ বচ্চন।

চিঠিটির ওপরের অংশের ছবি টুইটারে পোস্ট করেছেন ইমরান। টুইটারে বিগ বি-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

দেখুন বিগ বি-র উদ্দেশ্যে টুইটারে কী লিখেছেন ইমরান...



ক্যান্সারের বিরুদ্ধে ছেলের জীবন যুদ্ধের কথা সম্প্রতি দুমলাটের বাঁধনে প্রকাশ করেছেন ইমরান। অয়ন দীর্ঘ দিন ধরে কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিল। তবে দীর্ঘ চিকিত্সার পর সে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এই যুদ্ধ, ছেলের অসুস্থতা নিয়ে একটি বই লিখেছেন ইমরান। বইয়ের নাম কিস অফ লাইফ। এহেন সংগ্রামের জন্য অয়নকে চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

দেখুন অয়নকে নিয়ে টুইটারে বিগ বি-র শুভেচ্ছা বার্তা...