মুম্বই: কিছুদিন আগেই মেয়ে নভ্যা নাভেলির সঙ্গে ফটোশ্যুট করিয়েছেন অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা নন্দা। শ্যুটিং চলাকালীন তোলা একটি ভিডিও-ও সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। শ্বেতা ও নভ্যা একটি পোশাকের ব্র্যান্ডের জন্য করিয়েছেন এই ফটোশ্যুট।



অনেকেই চান, দাদু, দিদিমা, মামা, মামির পথ ধরে নভ্যাও বলিউডে আসুন। যদিও তাঁর মা শ্বেতা কখনও ছবিতে কাজ করেননি। কিন্তু নভ্যা এখনও স্পষ্ট করেননি, তিনি সিনেমা জগতে আগ্রহী কিনা।






মায়ের ব্র্যান্ডের জন্য ফটোশ্যুট করিয়ে অবশ্যই টাকাপয়সা নেননি নভ্যা। বদলে তাঁকে দেওয়া হয় প্রচুর চিপসের প্যাকেট। মা শ্বেতা নিজেই এ কথা জানিয়েছেন।






এর আগেও অবশ্য দিদিমা জয়া বচ্চন ও মায়ের সঙ্গে ভোগ পত্রিকার জন্য একটি ফটোশ্যুট করেন তিনি।