তিরুঅনন্তপুরম:  কেরল এখন ভয়াবহ বন্যার কবলে। পরিস্থিতি সঙ্কট থেকে অতিসঙ্কটজনক হয়েছে। ১৪টির মধ্যে ১৩টি জেলাই জলের তলায়। মৃতের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে। সেইসমস্ত এলাকায় যেভাবে  প্রতিকূলতাকে উপেক্ষা করে ভারতীয় সেনা বাহিনী কাজ চালাচ্ছে সেটা সত্যিই কুর্নিশ করার মতো।


বন্যা কবলিত পূর্ব কাডাঙ্গালুরের একটি দোতলা বাড়ি থেকে এক দশদিনের নবজাতককে যেভাবে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড বাহিনী, সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। শুধু দশদিনের নবজাতক নয়, এক অন্তঃসত্ত্বা মহিলাকেও বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড বাহিনী।







এবছর কেরলের ভয়াবহ বৃষ্টিতে এখনও পর্যন্ত ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি আলুভা, চালাকুডি, চেঙ্গানুর, আল্লাপ্পুজা এবং পাঠানামিথিটা।