মুম্বই: 'কোন বনেগা ক্রোড়পতি'-র সেটে ম্যাজিক হয় তাঁরই সঞ্চালনার গুণে। কারণ শুধু গেম শো নয়, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি, তিনি ভাগ করে নেন সবটাই। হট সিটে তাঁর সামনে বসে একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সহজ নয় তো বটেই, কিন্তু নিজের ব্যক্তিত্ব, যে কোনও অচেনা মানুষের সঙ্গে মুহূর্তে নিজেকে মিলিয়ে ফেলা যেন পরিস্থিতি সহজ করে দেয় অনেকইটাই। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। যাঁর ম্যাজিকে জীবন্ত হয়ে ওঠে 'কোন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati 14)।
সদ্য, 'কোন বনেগা ক্রোড়পতি'-তে শিশুদের নিয়ে একটি বিশেষ এপিসোড ছিল। সেই এপিসোডেও শিশুদের সঙ্গে বেশ মিশে যান বিগ বি। এক খুদে তার সরল ইচ্ছা প্রকাশ করে অমিতাভের কাছে। নিজের জন্য একটা বাংলো কিনতে চায় সে। সেখানে সে তিনটি পোষ্য কুকুর নিয়ে নির্দ্বিধায় থাকতে পারবে। কেউ কোনও আপত্তি জানাবে না।
সেই খুদের কাছে অমিতাভ জানান, পোষ্য কুকুর ভালবাসতেন তিনিও। তাঁর বাড়ি 'জলসা'-তে একাধিক পোষ্য ছিল একটা সময়। কিন্তু এক এক করে তাঁদের চলে যাওয়া বেদনাদায়ক হয়ে উঠছিল পরিবারের সবার কাছেই। অমিতাভ ও জয়া সেই দুঃখ ভুলে স্বাভাবিক জীবনে ফিরে সময় নিতেন যথেষ্ট।
আরও পড়ুন: Haami 2: কেকে 'হামি', শিবপ্রসাদ-গার্গী-নন্দিতার, ছবির প্রচারে শীতের উৎসবের ছোঁয়া
অমিতাভ আরও জানান, পোষ্যেরা মারা গেলে, তাঁদের বাড়ির লনেই কবর দেওয়া হত তাঁদের। আর তার ওপরে পুঁতে দেওয়া হত স্মৃতিসৌধ। যেন মনে হয়, পোষ্যরা বাড়িতেই রয়েছে। কিন্তু পোষ্যদের চলে যাওয়ার কষ্ট আর সহ্য করতে না পেরে বাড়িতে পোষ্য আনা নিষেধই করে দেন জয়া বচ্চন। এরপর থেকেই আর কোনও পোষ্য আনা হয়নি 'জলসা'-তে।