মুম্বই: খ্যাতনামা ধ্রুপদী সঙ্গীতশিল্পী কিশোরী আমনকরের প্রয়াণে শোকপ্রকাশ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। লতাজীর কথায়, গায়িকার মৃত্যুতে ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত জগতের বড় ক্ষতি হয়ে গেল।

গতকাল রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জানা গিয়েছে দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন গায়িকা।





 আমনকরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শ্রেয়া ঘোষাল, শাবানা আজমি, বিশাল দাদলানি। শাবানা আজমি তাঁর টুইটে লিখেছেন, 'নিজেকে আমি ভাগ্যবতী মনে করি, এমন সময় আমি জন্মেছি, যেসময় আমার আমনকরের সঙ্গীত শোনার সৌভাগ্য হয়েছে'।

শ্রেয়া টুইটে গায়িকাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন

 




কৈলাশ খের গায়িকাকে শেষশ্রদ্ধা জানিয়ে লেখেন

 


সুরকার সেলিম মার্চেন্ট কিশোরী আমনকরজীর মৃত্যুতে শোকপ্রকাশ করে লেখেন, তাঁর সঙ্গীত চিরঅমর থাকবে। প্রজন্মের পর প্রজন্মের ওপর প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে তাঁর সঙ্গীতের।