সোনম কপূরের জুতোর ফিতে বেঁধে দিলেন স্বামী আনন্দ আহুজা, প্রতিক্রিয়ায় সরগরম টুইটার
সব ছবি সৌজন্য: মানব মঙ্গলানী
এখন আগামী দিনেই জানা যাবে, সত্যিই সোনম অন্তঃসত্ত্বা কি না।
যদিও, অনেকেই মনে করছেন, এখানে ধোনি-সাক্ষীকে অনুকরণ করেননি সোনম-আনন্দরা।
সাক্ষী ছবিতে লিখেছিলেন, তুমি জুতো কিনে দিয়েছ, তাই তুমিই বেঁধে দাও। ছবি সৌজন্য সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম
কয়েক মাস আগে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যায়, তাঁর স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। ছবি সৌজন্য সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম
যদিও, সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নতুন নয়। অভিনেত্রীর বিয়ে হওয়া ইস্তক এই জল্পনা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। কিন্তু, কোনওবারই এই দম্পতি এই বিষয়ে মুখ খোলেননি।
একদিকে কেউ কেউ যখন সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্ন তুলে চুলচেরা বিশ্লেষণ করতে ব্যস্ত, সেই সময় অন্যদিকে, অনেকেই সোনম-আনন্দের এই পোজকে ধোনি-সাক্ষীর কপিক্যাট বলেও উল্লেখ করেন।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নেটিজেনরা প্রতিক্রিয়া দিতে শুরু করে। অনেকেই প্রশ্ন তোলেন, সোনম কপূর কি অন্তঃসত্ত্বা?
তবে, সোশ্যাল মিডিয়ায় অন্য বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন সোনম-আনন্দ। ওই অনুষ্ঠানে দেখা যায়, সোনমের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন আনন্দ। আদতে, একটি ইতালীয় বিখ্যাত স্পোর্টস শ্যু নির্মাতার সঙ্গে যৌথ উদ্যোগে নিজের মাল্টি-ব্র্যান্ড স্নিকার বিক্রয়কারী সংস্থার উদ্বোধন করছিলেন আনন্দ।
অন্যদিকে, আনন্দের পোশাক ছিল পুরোটাই কালো রঙের। তবে, স্ত্রীর স্নিকার্সের মত একই স্নিকার্স পরেছিলেন। দুজনে মিলে একসঙ্গে চিত্রগ্রাহকদের জন্য পোজও দেন।
‘ভীরে দি ওয়েডিং’-এর অভিনেত্রীকে সরষে রঙা পোশাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। ওই সংস্থার তৈরি লাল-হলুদ কম্বিনেশনের স্নিকার্স পরেছিলেন সোনম
আগামী ৮ মে প্রথম বিবাহবার্ষিকী পালন করতে চলেছেন সোনম কপূর ও আনন্দ আহুজা। সম্প্রতি, মুম্বইয়ে একটি সংস্থার দোকানের উদ্বোধনে দুজনকে একসঙ্গে দেখা যায়।