কলকাতা: প্রথমে প্রেক্ষাগৃহে এবং তারপর নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে বিক্রান্ত মেসি (Vikrant Massey) অভিনীত ছবি 'টুয়েলভথ ফেল' (12th Fail)। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবির কাহিনি গড়ে উঠেছে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনকে ঘিরে। তাঁর সাফল্যের কাহিনিই এই ছবির বিষয় আর মনোজের চরিত্রেই বিক্রান্তের অভিনয় মন কেড়েছে দর্শকদের। সম্প্রতি শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এই ছবি দেখে এক্স হ্যান্ডলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাও আবার এক-দুই লাইনে নয়, একটি দীর্ঘ পোস্টে তিনি নিজের ভাল লাগার কথা প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। আর আনন্দ মহিন্দ্রার এই উচ্ছ্বাসকে ঘিরে ফের একবার চর্চার কেন্দ্রে 'টুয়েলভথ ফেল'।


১৭ জানুয়ারি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) যেখানে তিনি লেখেন, শুধু এই ছবির মূল চরিত্রাভিনেতাই নন, বরং এই ছবিতে বিক্রান্তের আড়ালে লুকিয়ে আছে এই দেশের হাজারও পরীক্ষার্থীর কথা যারা রাতদিন প্রচুর সমস্যা, বাধা, প্রতিকূলতা পেরিয়ে লড়াই করে চলেছে সাফল্যের জন্য। বিধু বিনোদ চোপড়াকে তিনি এই ছবিতে কাস্টিংয়ের জন্য প্রশংসা করেন। মহিন্দ্রা লেখেন, 'ছবিতে প্রতি চরিত্র যেন জীবন্ত বলে মনে হচ্ছিল, প্রত্যেকেই নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছে এই ছবিতে'।



দীর্ঘ পোস্টে আলাদা করে বিক্রান্ত মেসির কথাও উল্লেখ করেছেন আনন্দ মহিন্দ্রা। তাঁর মতে বিক্রান্তের অভিনয় এই ছবিতে অত্যন্ত প্রশংসনীয় এবং এই ছবির জন্যেই তাঁর জাতীয় পুরস্কার পাওয়া উচিত। আনন্দ মহিন্দ্রা লেখেন, 'বিক্রান্ত এই ছবিতে শুধুমাত্র নিজের চরিত্রে অভিনয় করেনি, সেই চরিত্রই যাপন করেছে।' তিনি এও স্বীকার করেন যে এখনও স্পেশাল এফেক্টের থেকে একটা ভাল গল্প বেশি আবেদন রাখে দর্শকের কাছে।     


আনন্দ মহিন্দ্রার (Anand Mahindra) এই পোস্টে উত্তরও দেন বিক্রান্ত মেসি। তাঁকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিক্রান্ত লেখেন, 'অশেষ ধন্যবাদ মিস্টার মহিন্দ্রা। আপনার প্রশংসা, এই ছবিকে ঘিরে উচ্ছ্বাস সবই আমার কাছে একটা আলাদা পৃথিবীর মত। আপনি আপনার প্রতিশ্রুতি এবং দক্ষতার দিক থেকে বারবার বহু ভারতীয়ের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। আমার মনে হয় আমরাও খানিক সেটা পেরেছি। আপনার এই মতামত শুনে আমি নিশ্চিত আমাদের টিম মেম্বারদের প্রত্যেকে খুবই আনন্দ পাবে, উৎসাহিত হয়ে উঠবে।'


এ প্রসঙ্গে উল্লেখ্য হটস্টারে এই ছবি মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যেই 'মোস্ট ওয়াচড মুভি'র তালিকায় চলে আসে। IMDb রেটিংয়ে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'কেও ছাপিয়ে যায় এই ছবি।


আরও পড়ুন: Medha Shankr: ভাবমূর্তিতে আঘাত? পুরনো ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে '12th Fail'-এর মেধা