লাহৌর: পাকিস্তান (Pakistan) ক্রিকেটে ডামাডোল চলছে!
বিশ্বকাপের (ODI World Cup) পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে পরাজয়। লাগাতার ব্যর্থতার মুখোমুখি হচ্ছে গোটা দল। তবে ফের নতুন করে এক চাপ সৃষ্টি হল পাক শিবিরে। গ্রান্ট ব্র্যাডবার্নের পর এবার মিকি আর্থার ও অ্যান্ড্রু পুটিক ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে। এমনটি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে যে, জানুয়ারি মাস শেষ হলে তিনজনকে দেখা যাবে না দায়িত্বে।
পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন মিকি আর্থার, গ্রান্ট ব্র্যাডবার্ন এবং অ্যান্ড্রু পুটিক। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাবর আজ়মের দলের ব্যর্থতার পর তিন বিদেশি কোচকে জাতীয় দলের বদলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করতে বলেছিলেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। তাঁদের নিয়োগপত্রও দেওয়া হেয়েছিল। যদিও চুক্তির বাইরে এই প্রস্তাবে রাজি হননি কেউ। শোনা যাচ্ছে আর্থার, ব্র্যাডবার্ন এবং পুটিক — তিন জনেই সরাসরি তাঁদের আপত্তির কথা পিসিবিকে জানিয়ে দেন। পিসিবির সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার পর নতুন কাজও খুঁজে নিয়েছিলেন সকলে। এ বার আনুষ্ঠানিক ভাবে তিন জনই ইস্তফা দিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদ থেকে। তাঁদের ইস্তফার খবর সমাজমাধ্যমে জানিয়েছে পিসিবি।
এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যর্থতার পর জাতীয় দলের কোচিং স্টাফদের বদলে দিয়েছে পাক বোর্ড। আর্থার ছিলেন পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেটে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের প্রধান কোচ। ব্র্যাডবার্ন এর আগে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ছিলেন পাকিস্তানের ফিল্ডিং কোচ। অন্য দিকে, ব্র্যাডবার্নকে প্রধান কোচ করার পর পুটিককে ব্যাটিং কোচ করেছিলেন পিসিবি কর্তারা। গত নভেম্বরে তিন দলকেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেন তাঁরা।
সদ্য শেষ হওয়া ২০২৩ বিশ্বকাপে একেবারেই ভাল ফল করতে পারেনি পাকিস্তান। দেশে কাপ আনার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, বাবর আজমদের ফিরতে হয়েছিল খালি হাতে। গ্রুপ পর্বের ৯টি ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছিল মাত্র ৪টিতে এবং বাকিগুলোতে হারের মুখ দেখতে হয়। এমনকী বহু ম্যাচ জয়ের দোরগোড়ায় এসেও হারতে হয়েছিল তাদের। এরপরই প্রাক্তন তারকাদের কটাক্ষের শিকার হতে হয় গোটা দলকে। সেই সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৎকালীন টিম ডিরেক্টর মিকি আর্থার এবং ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক। অবশেষে তাঁরা ইস্তফা দিলেন নিজেদের পদ থেকে।
আরও পড়ুন: Avishek Das: ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ ঘটানো বাঙালি ক্রিকেটার ৪ বছর মাঠের বাইরে! ২২ গজে ফিরবেন কবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে