কলকাতা: নতুন ছবির কাজে হাত দিচ্ছেন অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)। ছবির নাম 'সারহা মিটস্ সাহীর'। পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে বাপ্পা। মানসী সিংহ ও শুভঙ্কর মিত্র নিবেদিত এই ছবি প্রযোজনা করছে ধাগা প্রযোজনা সংস্থা। অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মানসী সিংহ (Manashi Sinha), সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujay Prashad Chatterjee), রিমি দেবও  রানা বসু ঠাকুর। 


বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা অন্যরকম, কিন্তু নিপাট প্রেমের গল্প বলবে 'সারহা মিটস্ সাহীর'। এই সিনেমাটি নিয়ে পরিচালক বাপ্পা বলছেন, 'অনেকদিন পরে অনন্যাকে পাচ্ছি, তাও এমন মুখ্যচরিত্রে। তবে অপর মুখ্য চরিত্রের নাম প্রকাশ্যে আসার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অসমবয়সী এক প্রেমের গল্প বলবে এই ছবি। থিয়েটার নিয়ে পড়াশোনা করার সময়েই যে সমস্ত মানুষের অভিনয় দেখে বড় হয়েছি তাঁদের মধ্যে অনন্যা চট্টোপাধ্যায় একজন। ওঁর সঙ্গে কাজ করার ভীষণ ইচ্ছা ছিল অনেকদিনই। আর মানসীদি এই ছবিতে আমার মেন্টরের মতোই। সুজয়দাও ভীষণ গুণী অভিনেতা।'


অনন্যাকে এই ছবিতে দেখা যাবে সারহার চরিত্রে, তিনি একজন সাহিত্যের শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন। আর এই চরিত্রের বেঁচে থাকার অক্সিজেন রিমি। রিমি দেব। এই চরিত্রেই দেখা যাবে মানসীকে। ছাত্র নাকি শিক্ষক, বন্ধু নাকি বান্ধবী, যুবক নাকি বৃদ্ধ, প্রেম হবে কার সাথে সারহার.... এই প্রশ্নেরই উত্তর খুঁজবে নতুন ছবি 'সারহা মিটস্ সাহীর'। এই ছবির সুরের দায়িত্বে রয়েছেন সৌম্যঋত।


এই ছবি নিয়ে অনন্যা বলছেন, 'আমার চরিত্র একজন শিক্ষিকার। ঘটনাচক্রে আমার চরিত্র এমনই একজন মানুষের প্রেমে পড়ে, যে কেবল অন্য ধর্মের নয়, বয়সেও অনেকটা ছোট। অসমবয়সী এক প্রেমের কাহিনীই বলবে এই গল্প। স্ক্রিপ্টটা শুনেই ভীষণ ভাল লেগেছিল আমার। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে। ছকভাঙা গল্প, নতুন অভিনয়ের স্বাদ.. সেই সঙ্গে আমার কিছু চেনা মানুষও রয়েছেন এই ছবিতে। অনেক শুভেচ্ছা রইল এই ছবিটার জন্য। শ্যুটিং শুরু হওয়ার অধীর অপেক্ষায় রয়েছি।'


মানসী এই ছবিটা নিয়ে বলছেন, 'চিত্রনাট্যটা শুনেই ভীষণ পছন্দ হয়েছিল আমার। বাপ্পা আমার খুব প্রিয় পরিচালক। অনন্যাও খুব প্রিয় অভিনেত্রী। আশা করি ভাল অভিজ্ঞতা হবে।'


আরও পড়ুন: Tollywood Cinema: বড়পর্দায় পা রাখছেন অন্বেষা, মানসীর নতুন ছবিতে অপরাজিতা, অর্জুন, খরাজ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।