কলকাতা: এই ছবির কানাঘুষো ছিল অনেক আগেই। আর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা, সঙ্গে একগুচ্ছ চমক। প্রথম ছবির সাফল্যের পরে, দ্বিতীয় ছবির কাজে হাত দিলেন অভিনেত্রী পরিচালক মানসী সিংহ। এখন তিনি পরিচালকও.. তাঁর প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-চলতি বছরে সেরা ব্যবসা করা বাংলা ছবিগুলির মধ্যে অন্যতম। সেই সাফল্যে ভর করেই দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিলেন মানসী। ছবির নাম, '৫ নম্বর স্বপ্নময় লেন'। 


গত ছবির মতোই, এই ছবিতে মানসীর অন্যতম সৈনিক অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee),  অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), অন্বেষা হাজরা (Anwesha Hazra), পায়েল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তারীন জাহান, বিমল চক্রবর্তী, সোমা বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর, সায়ন সূর্য ভট্টাচার্য ও অন্যান্যরা। শুভঙ্কর মিত্রের ধাগা প্রযোজনা সংস্থার থেকে তৈরি হচ্ছে এই ছবি।


এই ছবির বিষয়বস্তু সম্পর্কে মানসী বলছেন, 'আমি সম্পর্কে বিশ্বাসী। আমার মনে হয় সম্পর্কটাই শেষ কথা। যে মানুষেরা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হয়, আমার তাদের জন্য মায়া হয়। এই গল্প সেই সমস্ত মানুষদের নিয়ে যাঁরা একা থাকতে চান না, পছন্দ করেন না। কিন্তু পরিস্থিতির চাপে তাঁদের একা একা দিন কাটাতে হয়। এই ছবির নাম থেকেই স্পষ্ট, এটা একটা বাড়ির ঠিকানা। ধরে নেওয়া যাক, এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা। কিন্তু ঠিক কীভাবে এই ঠিকানাটা হারিয়ে গেল.. সেটাই বলা হবে ছবি জুড়ে। সেই সঙ্গে, এই ছবি একটি নায়ক নায়িকার গল্পও।'


প্রসঙ্গত, শোনা যাচ্ছে এই ছবিতে থাকার কথা শাশ্বত চট্টোপাধ্যায়েরও (Saswata Chatterjee)। মানসীর আগের ছবিতেও ছিল অপরাজিতা-শাশ্বতের জুটি। এই ছবিতেও সেই ম্যাজিকই চাইছেন মানসী। তবে শাশ্বতর এই ছবিতে অভিনয় করায় এখনও সিলমোহর পড়েনি। ডেট সংক্রান্ত কিছু সমস্যার কারণেই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে মানসী ভরসা রাখতে চান শাশ্বতর ওপরেই। 


অন্যদিকে, এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-এর মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অন্বেষা। সেখান থেকেই আলাপ মানসীর সঙ্গে। অন্যদিকে এরপরে, সন্ধ্যাতারা ধারাবাহিকেরও মুখ্যচরিত্রে দেখা গিয়েছে অন্বেষাকে। এই ছবিই তাঁর কাছে বড়পর্দায় বড় ব্রেক হতে চলেছে। 


আরও পড়ুন: Rukmini Maitra: জিতের সঙ্গে ভাল সম্পর্ক বলে অন্যদের নিয়ে কূটকাচালি করি না কখনও: রুক্মিণী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।