মুম্বই: আর মাত্র ২ দিন। তারপরেই সেই 'গ্র্যান্ড ওয়েডিং' (Grand Wedding)। ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। চলছে সমস্ত রীতি মেনে অনুষ্ঠান। মামেরু থেকে সঙ্গীত থেকে গায়ে হলুদ, গোটা টিনসেল টাউনই এখন আম্বানি পরিবারের অতিথি। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসবে বিয়ের আসর। জানেন কি এই এলাহি বিয়ের মেনুতে কী কী থাকবে? (Wedding Menu)
অনন্ত-রাধিকার বিয়ের মেনুতে থাকবে কী কী?
দেশের ধনকুবেরের ছেলের বিয়ে। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন তো থাকবেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে থাকবে একাধিক লোভনীয় চাট থেকে কুলফি, আরও অনেক কিছু। 'মিন্ট'-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বারাণসীর বিখ্যাত 'কাশি চাট ভাণ্ডার' এই বিয়ের আসরে খাবার পরিবেশন করবে যেমন টিক্কি, টমেটো চাট, পালক চাট, চানা কটোরি, কুলফি। এএনআই সূত্রে খবর, মেনু চূড়ান্ত করেছেন রিলায়েন্স ফাউন্ডেশন ফাউন্ডার ও চেয়ারম্যান নীতা আম্বানি নিজেই যখন তিনি বারাণসীতে গত মাসে যান পুজো দিতে।
দোকানের মালিক এএনআই-কে বলেন, 'নীতা আম্বানি আমাদের চাট ভাণ্ডারে এসেছিলেন ২৪ জুন, সেখানে তিনি টিক্কি চাট, টমেটো চাট, পালক চাট ও কুলফি ফালুদা চেখে দেখেন। উনি খুবই খুশি হয়েছিলেন এবং বারাণসীর চাট যে খুব বিখ্যাত সে কথা বলেন। ওঁকে খাওয়াতে পেরে আমরা আনন্দিত'।
ওঁর চাট ভাণ্ডার থেকে যা যা পরিবেশন করা হবে
টমেটো চাট
পানি পুরি
দই ভাল্লা
প্লেন সোহাল
কুলফি ফালুদা
ভাল্লা পাপড়ি
মিক্স চাট
দই পুরি
চুরা মটর
পাপড়ি চাট
শিঙাড়া
গোলাপ জামুন
পালক চাট
টিক্কি
চানা কটোরি
অনন্ত ও রাধিকার বিয়েতে হাজির থাকবেন বলিউডের তাবড় তারকারা, শিল্পপতিরা, একাধিক রাজনীতিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। সলমন খান, শাহরুখ খান, আমির খান থেকে ঠাকরে পরিবারের সদস্যরা, দেবেন্দ্র ফড়নবিশ, একনাথ শিণ্ডে সকলের নামই রয়েছে তালিকায়।
দীর্ঘ প্রাক-বিবাহ উৎসবের পর শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। যার শুরুতেই প্রায় পঞ্চাশেরও বেশি যুগলের বিয়ের আয়োজন করেন নীতা ও মুকেশ আম্বানি। গণবিবাহে ছিল রাজকীয় আয়োজন। উপস্থিত ছিলেন পরিবারের সকলেই। এরপর বিয়ের রীতির শুরু হয় 'মামেরু' পালনের মধ্যে দিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।