ডর্টমুন্ড: ইউরো কাপের (Euro Cup 2024) ফাইনালে পৌঁছে গিয়েছে স্পেন (Spain Football Team)। ট্রফি জয়ের যুদ্ধে আলভারো মোরাতা-লামিন ইয়ামালদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে যাবে বুধবার গভীর রাতে (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার)। ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি নেদারল্যান্ডস (ENG vs NED)। যে দল জিতবে, ১৫ জুলাই স্পেনের মুখোমুখি হবে ফাইনালে। 


ডর্টমুন্ডে বিভিবি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড যদি ডাচদের হারায়, তাহলে পরপর দুটি ইউরো কাপের ফাইনালে খেলবেন ইংরেজরা। গত ইউরো কাপের ফাইনালে উঠেও লক্ষ্যপূরণ করতে পারেনি গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন দল। ইতালির কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। এবার সেই আক্ষেপ দূর করতে মরিয়া থাকবেন ইংরেজ ফুটবলাররা, বলার অপেক্ষা রাখে না।


কোয়ার্টার ফাইনালে স্যুইৎজ়ারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল ইংল্যান্ড। সেটা ছিল ইংল্যান্ডের কোচ হিসাবে সাউথগেটের ১০০তম ম্যাচ। যদিও তাঁর কৌশল নিয়ে সমালোচনার ঝড়। দেশের ফুটবলপ্রেমীরাও যা নিয়ে বিরক্ত। আগের ম্যাচে তাঁর দিকে প্লাস্টিক কাপ ছোড়া হয়েছিল।

 

এবারের ইউরো কাপে প্রথম কোনও বড় দলের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। কারণ, গ্রুপ পর্বের ম্যাচগুলিতে হ্যারি কেনদের প্রতিপক্ষ ছিল সার্বিয়া, ডেনমার্ক ও স্লোভেনিয়া। স্লোভাকিয়া ও স্যুইৃৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে নক আউট পর্বে খেলেছে ইংল্যান্ড। এই ম্যাচের রেফারি ফেলিক্স জয়ার বেশ বিতর্কিত চরিত্র। জার্মানিতে ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়েছিলেন একবার।

 

ইংল্যান্ড ও নেদারল্যান্ডস - দুই দলের মুখোমুখি সাক্ষাতের রেকর্ড কী? এখনও পর্যন্ত দুই দেশ ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে রেকর্ড কিন্তু ডাচদের দিকে। নেদারল্যান্ডস জিতেছে ৭টি ম্যাচে। ৬টি ম্যাচে জিতেছে ইংল্যান্ড। ৯টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

কাদের ম্যাচ?

ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও নেদারল্যান্ডস

কবে খেলা?

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হবে ভারতীয় সময় বুধবার রাত ১২.৩০-এ (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার)

কোথায় হবে ম্যাচ?

ম্যাচটি হবে ডর্টমুন্ডের বিভিবি স্টেডিয়ামে

কোথায় দেখবেন?

টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

অনলাইন স্ট্রিমিং

স্মার্টফোনে সোনি লিভ অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং


আরও পড়ুন: গোল করে নতুন রেকর্ড মেসির, কানাডাকে ২-০ উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।