কলকাতা: অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) বিয়ে এখন চর্চায়। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হচ্ছে, তা হল হলদি অনুষ্ঠানে রাধিকার ফুলেল পোশাক নিয়ে। তবে জানেন কি, হলদি অনুষ্ঠানে বিশেষত্ব ছিল অনন্ত অম্বানির পোশাকেও? সেই বিশেষত্ব জানলে আপনি যেমন অবাক হবে, তেমনই হবে শ্রদ্ধাও।


বিয়ের হলদিতে আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন অনন্ত। একটি হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা পরেছিলেন অনন্ত। আর তার ওপরে পরেছিলেন একটি হাফ হাতা কোট। এই গোটা কোটে ফুটিয়ে তোলা হয়েছিল বিভিন্ন পশুর অবয়ব। অনেকেই হয়তো জানেন না, অনন্ত অম্বানি পশুপ্রেমী। বন্যপ্রাণকে রক্ষা করার বার্তা তিনি দিয়ে থাকেন সবসময়। তাঁর হলদির পোশাকে এভাবে পশুদের আকৃতি ফুটিয়ে তোলা ছিল তাঁরই পরিকল্পনা। এর মাধ্যমে বন্যপ্রাণ সংরক্ষণ, বন্যপ্রাণীরাই যে বনের সৌন্দর্য্য সেই বার্তাই দিতে চেয়েছিলেন অনন্ত। জামনগরে অনন্তের একাধিক ভেঞ্চার্স-ও রয়েছে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য সেই সমস্ত বার্তাই এই বিশেষ ধরণের জ্যাকেট পরে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন অনন্ত। 


অন্যদিকে বিশেষত্ব ছিল রাধিকার পোশাকেও। সুগন্ধী মোগরা ও উজ্জ্বল গাঁদা ফুলের তৈরি পোশাকে সেজেছিলেন রাধিকা মার্চেন্ট। সাজের মধ্যে নজর কাড়ছিল তাঁর সম্পূর্ণ ফুল দিয়ে বোনা একটি ওড়না। অনামিকা খান্নার গয়নায় সেজেছিলেন রাধিকা। এই ফুল ব্যবহারের পিছনেও একটি বিশেষ ভাবনা রয়েছে। নববিবাহিত দম্পতির জীবন যাতে ফুলের মতো সুন্দর হয় আর সুগন্ধে ভরে ওঠে, সেই বার্তাই দিতে এদিন রাধিকাকে সাজানো হয়েছিল ফুলের পোশাকে। 


আগামীকাল থেকে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ৪ দিন ধরে চলবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। মুম্বইতে, অ্যান্টিলিয়াতেই আয়োজন করা হয়েছে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের। আজ এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও (Mamata Banerjee)। 


 






আরও পড়ুন: Bikram Chatterjee: মাধবনের চরিত্রে বিক্রম, 'সূর্য' মুক্তির আগে শুভেচ্ছাবার্তা এল বলিউড থেকে!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।