কলকাতা: গুঞ্জন শুরু হয়েছিল অম্বানিদের বিয়ে থেকে। সেই বিয়েতেই নাতি কাছাকাছি এসেছিলেন অনন্যা পাণ্ড (Ananya Panday) ও প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো (Walker Blanco)। সেই থেকেই বিভিন্ন সময়ে এই মানুষটির সঙ্গেই নাম জড়িয়েছে চাঙ্কি পাণ্ডর কন্যার। 'নাইট ম্যানেজার'-এর পরে শোনা গিয়েছিল, আদিত্য রায় কপূরের (Aditya Roy Kapoor) সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। হামেশাই একসঙ্গে দেখা যেত তাঁদের। কিন্তু সেই গুঞ্জন এখন অতীত। বলিউড সূত্রে খবর, প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর (Walker Blanco) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন 'ড্রিম গার্ল ২' অভিনেত্রী। আর এবার, সেই প্রেম নিয়েই কী মুখ খুললেন অভিনেত্রী?
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্যা পাণ্ড বলেন, ২০২৪ সালটা তাঁকে অনেক ভালবাসা দিয়েছে। তিনি অনেক ভালবাসা অনুভব করেছেন। আর সেই থেকেই শুরু হয়েছে জল্পনা। এই ভালবাসার মানে কী প্রেম? তবে কী সত্যি সত্যিই প্রেমে পড়ার কথা স্বীকার করে নিলেন অনন্যা পাণ্ড? সেই উত্তর অবশ্য এখনও অজানা। অনন্যা পাণ্ড বলেছেন, ২০২৪ তাঁকে বুঝিয়েছে, একেবারে শিকড়কে মনে রাখা কতটা জরুরি। সেই কারণেই তিনি একেবারে নিজের শিকড়ে ফিরে যেতে চান ও পুরনো মানুষদের সঙ্গে সময় কাটাতে চান। অনন্যা পাণ্ড আরও বলেন, এই বছরটা তাঁকে বুঝিয়েছে ভাল স্বাস্থ্যের গুরুত্ব। তাই তিনি স্বাস্থ্যের দিকে নজর দিতে চান।
অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে ক্রুজ পার্টির আয়োজন করা হয়েছিল অম্বানি পরিবারের তরফে। সেখানেই নাকি প্রথম ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে আলাপ হয় অনন্যা পাণ্ডের। 'বম্বে টাইমস'-এর প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ওয়াকারকে বিয়েবাড়িতে 'নিজের পার্টনার' হিসেবেই পরিচয় করান অনন্যা। 'ইন্ডিয়া টুডে' সূত্রে খবর, 'অনন্যার সঙ্গে ওয়াকারের আলাপ ক্রুজে এবং শীঘ্রই তাঁদের মধ্যে বন্ধন তৈরি হয়। তাঁরা আপাতত একে অপরকে ভাল করে চিনছেন এবং তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াকার জামনগরেই থাকেন এবং আম্বানিদের 'বনতারা অ্যানিম্যাল পার্ক'-এ কাজ করেন।'
এরপরে ওয়াকার ব্ল্যাঙ্কো অনন্যাকে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Mithun Chakraborty: আমি রাতারাতি কিছু পাইনি, যতটা পেয়েছি তার জন্য প্রতিদিন লড়াই করতে হয়েছে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।