ঘুমোবার সময় নেই, ২৩ ঘণ্টা একটানা কাজ করলেন অনন্যা পাণ্ডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2020 05:05 PM (IST)
পারভেজ শেখের পরিচালনায় 'খালি পিলি' ছবিতে কাজ করছেন অনন্যা পাণ্ডে। সেই ছবিতে একটি দৃশ্যের শুটিং-এ টানা ২৩ ঘণ্টা কাজ করতে হল অনন্যাকে!
মুম্বই: রুপোলি জগৎ মানেই চোখধাঁধানো গ্ল্যামার, ক্যামেরা-ফ্ল্যাশবাল্বের হাতছানি, বিলাসবহুল জীবন - নায়ক-নায়িকাদের জীবনযাত্রা সম্পর্কে এমনটা ধারণা অনেকেরই। কিন্তু তাঁদের কঠিন পরিশ্রম আর চ্যালেঞ্জের কথা শুনলে যে কেউ চমকে যাবেন! পারভেজ শেখের পরিচালনায় 'খালি পিলি' ছবিতে কাজ করছেন অনন্যা পাণ্ডে। সেই ছবিতে একটি দৃশ্যের শুটিং-এ টানা ২৩ ঘণ্টা কাজ করলেন তিনি, একটুও বিশ্রাম না নিয়ে। একের পর এক ছবি এখন অনন্যার হাতে। সেই সঙ্গে চলছে অনেকগুলি ছবির স্ক্রিপ্ট পড়ার কাজ। জনপ্রিয় অভিনেত্রীকে হাজিরা দিতে হয় হরেক ইভেন্টেও। কিন্তু কখনও সময়ের নড়চড় হয় না তাঁর। তাই নিজের কথা রাখতে ২৩ ঘণ্টা কাজও করতে পিছপা হন না চাঙ্কি-কন্যা।