লস অ্যাঞ্জেলস: সদ্য প্রয়াত শ্রীদেবী ও শশী কপূরকে স্মরণ করে ডলবি থিয়েটারে শুরু হল ৯০ তম অ্যাকাডেমি বা অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান৷ এ বছর প্রয়াত কলাকুশলীদের মধ্যে অস্কারের পর্দায় ঝলসে ওঠে তাঁদের হাসিমুখ।











সেরা ছবির পুরস্কার পেল দ্য শেপ অফ ওয়াটার।
ডার্কেস্ট আওয়ার ছবির জন্য এ বছর সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন গ্যারি ওল্ডম্যান। সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবিতে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি।

অস্কারের মঞ্চে সেরা পরিচালকের সম্মান জিতলেন - দ্য শেপ অফ ওয়াটার এর পরিচালক গিলেরামো দেল তোরো।

‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা সহ অভিনেতা হয়েছেন স্যাম রকওয়েল। ‍‘আই টোনিয়া’ ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর অস্কার পেয়েছেন অ্যালিসন জেনি।

পিরিয়ড ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-কে হারিয়ে মেক আপ ও হেয়ার স্টাইলিংয়ে সেরার পুরস্কার পেল ‘ডার্কেস্ট আওয়ার’। কস্টিউম ডিজাইনে অস্কার জিতে নিল ‘ফ্যান্টম থ্রেড’। সেরা সাউন্ড মিক্সিং ও সাউন্ড এডিটিংয়ের খেতাব জিতল ‘ডানকার্ক’। সেরা প্রোডাকশন ডিজাইনিংয়ে অস্কার পেল ‘দ্য শেপ অফ ওয়াটার’। সেরা বিদেশি ভাষার ছবির অস্কার পুরস্কার জিতে নিয়েছে চিলির ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’।