বিরাটের মতোই সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব, বলছেন কার্তিক
Web Desk, ABP Ananda | 04 Mar 2018 09:47 PM (IST)
মুম্বই: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে অনুসরণ করতে চান এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘বিরাট এমন একজন অধিনায়ক যে নিজের আচরণের মাধ্যমে নেতৃত্ব দেয়। ও পারফরম্যান্সের মাধ্যমে নিজের পরিচয় দেয়। আমি সেটাই করতে চাই। মুখে কিছু বলার বদলে মাঠে গিয়ে রান করে দলের কাছে উদাহরণ হয়ে ওঠাই আমার লক্ষ্য।’ আজই কেকেআর-এর নয়া অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা হয়েছে। অধিনায়ক হিসেবে বিরাটকে অনুসরণ করতে চাইলেও, তাঁর মতো আগ্রাসী মেজাজ দেখাবেন না বলেই জানিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, ‘আমি প্রকৃতিগতভাবে আগ্রাসন দেখাই না। তার মানে এই নয় যে আমি আগ্রাসী না। খেলার সময় আমি বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে কথা বলি না। আমার শরীরের ভাষা দেখে মনে হতে পারে, আমি আগ্রাসী না। তবে যেটা করা দরকার, সেটা আমি করি।’ এবার কেকেআর-এর দল প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘রিস্ট স্পিনার পীযূষের (চাওলা) ১০ বছর আইপিএল-এ খেলার অভিজ্ঞতা আছে। আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় ও প্রথম পাঁচে আছে। কুলদীপ (যাদব) ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। এছাড়া সুনীল নারিনও আমাদের দলে আছে। রিস্ট স্পিনারদের বল বোঝা কঠিন। ওরা উইকেটও নিতে পারে। তাই আমাদের দলে তিনজন রিস্ট স্পিনার থাকার সুবিধা পাব। আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য আছে।’