এবার অন্ধ্রপ্রদেশের এক কৃষকের পাশে দাঁড়ালেন সোনু সুদ। অন্ধ্রপ্রদেশের চিতোর জেলার মদনাপাল্লে-র এক টম্যাটো চাষীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় যে, ওই চাষী তাঁর দুই মেয়েকে দিয়ে হাল টানাচ্ছেন! এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘ভয়াবহ! ষাঁড় ভাড়া করার আর্থিক সামর্থ্য নেই বলে এই কৃষক তাঁর মেয়েদের দিয়ে হাল টানাতে বাধ্য হচ্ছেন। করোনা অতিমারীর জন্য আগেরবার চাষে তিনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। হাতে কোনও নগদ অর্থ নেই। তাই অন্ধকারাচ্ছন্নভাবেই খরিফ মরসুম শুরু করলেন তিনি।’
সেই ভিডিওটি নাড়া দেয় সোনু সুদকে। তিনি সঙ্গে সঙ্গেই সাহায্যের আশ্বাস দেন। ভিডিওটি রিট্যুইট করে রবিবার সোনু লিখেছেন, ‘কাল সকালের মধ্যে ওই ব্যক্তি মাঠে হাল টানার জন্য দুটি ষাঁড় পেয়ে যাবেন। মেয়েরা পড়াশোনায় মন দিক।’ সোনু পরে হিন্দিতেও লিখেছেন, যার বাংলা করলে দাঁড়ায় ‘কাল সকালেই দুই ষাঁড় ওঁর মাঠে পৌঁছে যাবে। কৃষকেরা আমাদের দেশের গর্ব। ওঁদের রক্ষা করুন।’