মুম্বই:  বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে প্রকাশ্য রাস্তায় একাধিক মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় যখন সমালোচনায় উত্তাল সারা দেশ, তখনই এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করলেন অভিনেতা অক্ষয় কুমার। মারাত্মক বিরক্তি প্রকাশ করে বলিউডের এই অভিনেতা বলেন, নতুন বছর এই নতুন জিনিষ নিয়ে এল। তিনি সমাজের সামনে প্রশ্ন রেখেছেন, আর কতদিন, কত বছর মেয়েদের শুধু মাত্রই ভোগের, যৌনতার বস্তু হিসেবে দেখবে সমাজ। এই একই কথা এই কদিনে শোনা গেছে সমাজের বহু মানুষের গলায়।

অক্ষয়ের নিজের প্রকাশ করা ভিডিওয়ে অভিনেতা বলেছেন এই ধরনের আচরণ মানব সভ্যতার জন্যে অপমানজনক। তিনি আরও বলেন, সেদিন রাতে মহিলাদের স্কার্টের মাপ ছোট ছিল না, যারা শ্লীলতাহানি করেছে তাদের মন হীন চিন্তা ভাবনায় ভরা ছিল। আসলে ওই ব্যক্তিরা ছোট-ক্ষুদ্র চিন্তার শিকার, এবং মহিলাদের আজও ভোগের বস্তু ছাড়া আর কিছুই ভাবতে পারে না।

শুধু বেঙ্গালুরুর সেদিনের মহিলাদের সমর্থনেই সওয়াল করেননি অক্ষয়, তিনি প্রতিদিন বিশ্বে যেকোনও প্রান্তে যত মহিলা ধর্ষিত, ইভ-টিজিং বা শ্লীলতাহানির শিকার হচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে বলেছেন, কখনও নিজেদের পুরুষদের থেকে দুর্বল ভাববেন না। বরং যে পুরুষরা এধরনের কাজ করছে তারা সমাজের কীট। একজন পুরুষ হিসেবে আর একজন পুরুষের থেকে এধরনের আচরণ কখনও গ্রহণযোগ্য নয়। সেদিনের খবর শুনে রাগে ফেটে পড়েন অভিনেতা, সেকথা নিজেই ভিডিওয় জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন যে সমাজ মহিলাদের সম্মান দিতে জানে না, সেই সমাজকে সভ্য সমাজ হিসেবে গণ্য করা উচিৎ নয়।

তিনি মহিলাদের বার্তা দিয়েছেন, এবার থেকে নিজেদের রক্ষা নিজেরাই করতে শিখুন।দরকার হলে পাল্টা আঘাত করুন। কারও  ক্ষমতা নেই কোনও মহিলাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করার। বরং নিজেদের যা ইচ্ছে হয় পরুন, যেমন ভাবে ইচ্ছা হয় চলুন। শুরু যাঁরা জ্ঞান দেবেন, তাঁদের বলবেন, নিজেদের ভাবনা নিজেদের কাছে রেখে মানসিকতার পরিবর্তন করুন।

শুনুন সেই ভিডিওয়ে অক্ষয় কী বলেছেন