ওয়াশিংটন:  ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির জন্যে যথেষ্ট সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কারণ তিনি মনে করতেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদৃঢ় সম্পর্ক রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত আট বছরে ওবামার আমলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে বেশি জোর দিয়েছে। কারণ ওবামা মনে করতেন ভারতের সঙ্গে সম্পর্ক সব দিক দিয়ে তাঁদের দেশের পক্ষে লাভজনক।

প্রসঙ্গত, গতকাল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্টকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে ওবামা কী আশা করেন? এপ্রসঙ্গে জোশ জানান, তাঁরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র সম্পর্কে ট্রাম্প কী ভাবছেন সেটা না জানলেও, নিজেদের উন্নয়নের জন্যে এবিষয় ওবামার পথ অনুসরণ করা উচিৎ  ট্রাম্পের বলে মনে করেন জোশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্যে ভারতের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক একান্ত প্রয়োজনীয় এবং সেটা বজায় রাখাই কাম্য, দাবি জোশ আর্নেস্টের।