মুম্বই: বড় মেয়ের বিয়ে। বাবা অনিল কপূরের আনন্দের শেষ নেই। সোনম কপূরের সঙ্গীত অনুষ্ঠানে তাঁর উদ্দাম ভাংড়াই তার প্রমাণ দিচ্ছে।
পঞ্জাবি গায়ক সুখবীরের গানের সঙ্গে দারুণ ভাংড়া নাচলেন অনিল। ভিডিওয় দেখা যাচ্ছে, ঢোলের সঙ্গে নাচে মেতেছেন তিনি।
[embed]https://www.instagram.com/p/Bie0v1cgl4Y/?utm_source=ig_embed[/embed]
[embed]https://www.instagram.com/p/BieyC_4AY_V/?utm_source=ig_embed[/embed]
আজ সোনম বিয়ে করবেন আনন্দ আহুজাকে। বিয়ে হবে সোনমের কাকিমা কবিতা সিংহের বাংলোয়, বেলা ১১টা-১২.৩০ পর্যন্ত নির্ঘণ্ট। বাংলোর ভেতরে মন্দিরে হবে তাঁদের বিয়ে। বিয়ের ড্রেস কোড ভারতীয় ঐতিহ্যশালী পোশাক। সন্ধেয় হোটেল লীলায় যৌথভাবে পার্টি দেবে সোনম ও আনন্দের পরিবার।
দেখুন! মেয়ের বিয়ে উপলক্ষ্যে অনিল কপূরের ভাংড়া
ABP Ananda, Web Desk
Updated at:
08 May 2018 08:47 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -