কলকাতা: প্রিয়জনকে হারালেন অভিনেতা অনিল কপূর (Anil Kapoor)। প্রয়াত হলেন অনিল কপূরের মা। ৯০ বছর বয়সে প্রয়াত হলেন নির্মল কপূর। সোনম কপূরের ঠাকুমা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। আজ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনিল কপূরের মা। এই খবরে কপূর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে হাসপাতালে পৌঁছেছেন একাধিক বলিউড তারকা।
হাসপাতালে ভর্তি ছিলেন নির্মল কাপুর
সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা অনিল কাপূরের মা এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন এবং তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। অভিনেতার মায়ের মৃত্যু মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আজ অর্থাৎ ২ মে বিকেল ৫টা ৩০ মিনিটে হয়েছে। এই খবরে পুরো কাপূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, নির্মল কাপুরের মরদেহ অনিল কাপূরের বাংলোতে শেষবারের জন্য দেখার জন্য রাখা হবে।
নির্মল কাপুরের বিয়ে সুরিন্দর কাপুরের সঙ্গে হয়েছিল। ২০১১ সালে সুরিন্দর কাপূরের মৃত্যু হয়েছিল। নির্মল কাপুর এবং সুরিন্দর কাপুরের তিন ছেলে আছে- অনিল কাপুর, বনি কাপুর এবং সঞ্জয় কাপুর। এই তিনজনেই চলচ্চিত্র জগতে বড় নাম করেছেন। তাদের তিনজনের সন্তানরাও বলিউডে পা রেখেছে ইতিমধ্যেই। গত বছর সেপ্টেম্বরে অনিল কাপূরের পুরো পরিবার ধুমধাম করে মায়ের ৯০তম জন্মদিন পালন করেছিল। এই উৎসবের ছবি কাপূর পরিবারের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন।
প্রেমিক শিখরের সঙ্গে কাকার বাড়িতে পৌঁছেছেন জাহ্নবী
এদিন ঠাকুমার মৃত্যুর খবর শুনে অভিনেত্রী জাহ্নবী কাপূর তড়িঘড়ি কাকা অনিল কাপূরের বাড়িতে পৌঁছেছেন। এই সময় অভিনেত্রী বেশ আবেগাপ্লুত দেখা গেছে। জাহ্নবীর সঙ্গে তার প্রেমিক শিখর পাহাড়িয়াও ছিলেন। তিনি অভিনেত্রীকে সান্ত্বনা দিচ্ছিলেন।
মায়ের খুব কাছের ছিলেন অনিল-বনি এবং সঞ্জয়
অনেকেই জানেন না, শুধু অনিল কাপূরই নন, তার ভাই বনি কাপুর এবং সঞ্জয় কাপুরও তাদের মায়ের খুব কাছের ছিলেন। তাঁদের মৃত্যুতে তিন ভাইয়েরই মনে গভীর আঘাত লেগেছে। এমন দুঃখের সময়ে পুরো পরিবার একসঙ্গে এসেছে। সবার চোখেই জল। এদিকে অর্জুন কাপুরও ঠাকুমার মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনিও ঠাকুমাকে অসম্ভব ভালোবাসতেন।