কলকাতা: মঙ্গলবার জমাটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (kolkata International Film Festival)। উদ্বোধনী মঞ্চে বসল চাঁদের হাট। সলমন খান (Salman Khan), মহেশ ভট্ট (Mahesh Bhatt), শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিন্হার সঙ্গে একই মঞ্চে এদিন উপস্থিত ছিলেন মিস্টার ইন্ডিয়া, ওরফে বলিউড তারকা অনিল কপূর (Anil Kapoor)। শহরের সঙ্গে 'বিশেষ' সংযোগের কথা বললেন অনিল কপূর। সেই সঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলার কালজয়ী দুই তারকার উদ্দেশ্যে। উত্তম কুমার (Uttam Kumar) ও সত্যজিৎ রায়ের (Satyajit Ray) প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বলিউডের 'নায়ক'।


বলিউডের 'নায়ক' শ্রদ্ধা জানালেন সর্বকালীন 'মহানায়ক'কে


এদিনের অনুষ্ঠানে কথা বলতে উঠে অনিল কপূর বলেন, 'এই শুভ মুহূর্তে আমি সর্বকালের সেরা নায়ক, একজন অভিনেতা, উত্তম কুমারকে আমার শ্রদ্ধা জানাতে চাই। তিনি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব ছিলেন এবং নিজেই একটা ইনস্টিটিউশন। আমার একটি ছবি আছে যার নাম 'নায়ক'। আপনারা সকলে সেই ছবিটিকে সুপারহিট করেছেন। এখনও পৃথিবীর নানা জায়গার মানুষ আমাকে সেই ছবির কথা মনে করিয়ে দেন। ওই ছবিতে আমি নায়ক ছিলাম। পরে আমি জানতে পারি, বাংলাতেও 'নায়ক' নামের একটি ফিল্ম আছে। সত্যজিৎ রায়ের পরিচালনায়, এক ও অদ্বিতীয় উত্তম কুমার সেই নায়কের চরিত্রে ছিলেন। তারপর যখন আরও বিস্তারে জানতে পারি, বুঝতে পারি যে উত্তম কুমারের একটি ট্রেনের সফরের মাধ্যমে জীবনের সফর তাঁকে মহানায়ক তৈরি করেছে। ওই ছবিটি বাংলা থেকে একটা অন্যতম বড় উপহার শুধুমাত্র ভারতীয় সিনেমার জন্যই নয়, আন্তর্জাতিক মঞ্চেও। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া সত্ত্বেও ছবির সারমর্ম, চরিত্রগুলি ও বার্তা এখনও প্রাসঙ্গিক।'


একইসঙ্গে তিনি আরও বলেন, 'এই মঞ্চ থেকে আজ একজন নায়ক তাঁর সম্মান প্রদর্শন করছে বাংলার একজন কিংবদন্তী চিরকালীন মহানায়ককে। অবশ্যই সেই সঙ্গে সর্বকালের সেরা পরিচালক, যাঁর সিনেম্যাটিক জিনিয়াসেও শ্রদ্ধা জানাচ্ছি যিনি শুধুমাত্র আমাকেই নয়, বিশ্বজুড়ে চিত্রপরিচালকদের স্তম্ভিত ও অনুপ্রাণিত করেছে। আমি ও আমার ছেলে হর্ষবর্ধন প্রায়ই সত্যজিৎ রায়ের কালজয়ী ছবিগুলিতে নিমজ্জিত হয়ে যাই। দুর্দান্ত গল্প বলা, আমরা এভাবেই সিনেম্যাটিক প্রতিভার সঙ্গে একাত্ম হই এবং এটা বলতেই পারি এই প্রতিভার একাধিক শিকড় এই বঙ্গের সাংস্কৃতিক মাটিতে গভীরভাবে রয়েছে।'


 



আরও পড়ুন: Anil Kapoor: মুম্বই থেকে এসে বালিগঞ্জে ৪৫ দিন.. কলকাতা না থাকলে হয়তো সিনেমাই করা হত না


এদিন উদ্বোধনী মঞ্চে বলিউডের তারকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, 'ফিল্ম করো বেঙ্গল মে। বাংলায় এসে সিনেমা করুন। কী নেই এখানে! দার্জিলিং, কালিম্পং, মিরিক থেকে শত্রুঘ্ন জি-র আসানসোল। যেখানে ইচ্ছা এসে সিনেমার শ্যুটিং করুন।' বাংলার ফিল্ম ইন্ড্রাস্ট্রিকে প্রোমোট করার বার্তা দেওয়ার পাশাপাশি কিছুদিন আগে হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা জগতকে শিল্প হিসেবে তুলে ধরার কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে বলেও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।