কলকাতা: কলকাতার সিনেপ্রেমীদের জন্য এই উৎসব দুর্গাপুজোর থেকে কম নয় মোটেই। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব, চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন সলমন খান (Salman Khan), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), মহেশ ভট্ট (Mahesh Bhatt), অনিল কপূর (Anil Kapoor) ও অন্যান্য়রা। আর এদিন, মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির থেকে চেনা ছন্দে পাওয়া গেল সলমন খানকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে নিয়ে কী বললেন তিনি?
কয়েক মাস আগে সলমন খান কলকাতায় এসেছিলেন একটি কনসার্টে। আর সেই সময়ে, মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছিলেন সলমন, তাঁকে সম্বর্ধনা জানিয়েছিলেন মমতা। কিন্তু কেবলমাত্র দেখাসাক্ষাৎ নয়.. সলমন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন একটি বিশেষ জিনিস পরখ করতে? কী সেটি? চলচ্চিত্র উৎসবের মঞ্চে এদিন সেকথাই বললেন 'ভাইজান'।
এদিন মঞ্চে দাঁড়িয়ে সলমন বলেন, 'আমি যখন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ পাই, কেবল একটা বিষয়ই মাথায় ছিল আমার। দেখতে চেয়েছিলাম, মমতাদিদি সত্যিই কি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন? একবার মুম্বইতে অনিল কপূরের বাড়ি গিয়েছিলাম আমি। ১-১টা তলা করে উঠছি আর ভাবছি এটা বোধহয় বাড়ি হবে। শেষে দেখলাম, কপূরসাব ৫ তলা বাড়িতে থাকেন! আমি বলেছিলাম, আমায় কি আপনি হিংসে করানোর জন্য ডেকেছেন? উনি আমায় 'নো-এন্টি' ছবিটার জন্য ডেকেছিলেন। যাক.. দিদির কথায় আসি। আমি গিয়ে দেখলাম, দিদি সত্যিই আমার থেকেও ছোট বাড়িতে থাকেন! শত্রু স্যার আমার বাড়িতে এসেছিলেন, ওঁর বেশ সমস্যা হয়েছে কারণ আমার বাড়িতে নাকি বসার জায়গা নেই! আমার বাড়িতে ১টা ঘর, একটা ছোট্ট কিচেন আর বেডরুম রয়েছে। আমি এতেই খুশি। তবে দিদির ঘটরা আমার থেকেও ছোট! এটা দেখে আমার হিংসে হয়েছিল। আমি যেন নতুন করে শিখেছিলাম, মানুষ ঠিক কীভাবে এত ছোট বাড়িতে থাকতে পারে!'
এদিন মঞ্চে সলমনের মুখে টুকরো টুকরো বাংলা শুনেও উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত ব্যক্তিরা। 'আমি তোমাকে ভালবাসি' বা 'কেমন আছো' বলেন 'ভাইজান'। তবে মজার ছলে তিনি অভিযোগ করেন, তিনি যা যা বলবেন বলে ঠিক করে এসেছিলেন, তা আগে মঞ্চে উঠে নাকি বলে ফেলেছেন অনিল কপূর, মহেশ ভট্ট এমনকি সোনাক্ষী সিংহও! মজা, খুনসুটির সঙ্গে সঙ্গে... নাচে গানে জমে ওঠে উৎসব।