মুম্বই: নোট বাতিলের জেরে মাটিতে নেমে এসেছেন বলিউডের তারারাও। অনিল কপূরকে সম্প্রতি দেখা গেল, এটিএমের লাইনে, টাকা তোলার প্রতীক্ষায়।

সেখানে এক ফ্যানের সঙ্গে সেলফি তুলেছেন তিনি। তারপর তা পোস্ট করেছেন টুইটারে