নয়াদিল্লি: কিছু কিছু প্রেম কাহিনী মনে হয়, এমনটাই হওয়া উচিত ছিল। বলিউড অভিনেতা অনিল কপূর ও তাঁর স্ত্রী সুনীতা কপূর তার উজ্জ্বল দৃষ্টান্ত।  ১৯৮৪-তে মেরি জং সিনেমার সেটে চার চক্ষু এক হয়েছিল। প্রথম দর্শনেই ফ্যাশন ডিজাইনার সুনীতার প্রেমে পড়ে যান অনিল। বাকিটা ইতিহাস। ৩৬ তম বিবাহবার্ষিকীতে অনিল স্মৃতিমেদুর। পুরানো ও নতুন কিছু ঘটনার স্মৃতিচারণ করলেন তিনি। সেইসঙ্গে সুনীতার সঙ্গে তাঁর বিয়ের একটি পুরানো ছবিও শেয়ার করেছেন। ওই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার গার্লফ্রেন্ড সুনীতাকে প্রপোজ করেছিলাম, বিয়ের কথা বলেছিলাম। ওর মতো করে ওর যত্ন নিতে পারব কিনা, ওর স্বপ্ন পূরণ করতে পারব কিনা, সে বিষয়ে নিশ্চিত হতে গিয়ে আমাদের বিয়েতে কিছু দেরি হয়েছিল। সেইসঙ্গে আমাকে একটি বাড়ি কিনতে হত...একজন রাঁধুনির ব্যবস্থা করতে হত। ওর জন্য সবকিছু করতে চেয়েছিলাম।
একইসঙ্গে অনিল জানিয়েছেন, বিয়ের দিন করিডোরে সুনীতাকে হেঁটে আসতে দেখে তাঁর চোখে জল চলে এসেছিল। তিনি লিখেছেন, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ১৯ মে আমরা বিয়ে করেছিলাম। এখনও মনে আছে, বিয়ের দিন ওর বাড়িতে গিয়ে কনে বেশে ওকে দেখি...ও হাসছিল। কিন্তু আমার চোখে জল চলে এসেছিল...তা ছিল খুশির। সেইসঙ্গে নার্ভাসও ছিলাম। একদিনের মধ্যে আমাদের বিয়ের পরিকল্পনা ও তা সম্পন্ন হয়েছিল। আমাদের বিয়ে খুব আড়ম্বর করে হয়নি...এমনকি হনিমুনও হয়নি, যা নিয়ে ও এখনও আমাকে খোঁটা দেয়। তবুও আমার জীবনে সবচেয়ে ভালো ঘটনা ওটাই।
দাম্পত্য জীবন সম্পর্কে অনিল লিখেছেন, আমাদের কাছে ছিল  এখন, নয়তো কখনও নয় মুহুর্ত। আমি খুশি যে আজকের এই দিনটিতে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একসঙ্গে জীবন শুরু করেছিলাম। অনেকেই বলেছিল, এত তাড়াতাড়ি বিয়ে আমার কেরিয়ারের পভে ভালো হবে না। কিন্তু আমি জানতাম, ওকে ছাড়া আর একদিনও থাকতে পারব না। ওকে আমার পাশে চাইছিলাম।



অনিল ও সুনীতার মেয়ে সোনম এখন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। তাঁদের ছেলে হর্ষবর্ধনও বলিউড অভিনেতা। আর এক সন্তান রিয়া চলচ্চিত্র প্রযোজক ও একটি অ্যাপারাল ব্র্যান্ডেরও মালিক।