একইসঙ্গে অনিল জানিয়েছেন, বিয়ের দিন করিডোরে সুনীতাকে হেঁটে আসতে দেখে তাঁর চোখে জল চলে এসেছিল। তিনি লিখেছেন, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ১৯ মে আমরা বিয়ে করেছিলাম। এখনও মনে আছে, বিয়ের দিন ওর বাড়িতে গিয়ে কনে বেশে ওকে দেখি...ও হাসছিল। কিন্তু আমার চোখে জল চলে এসেছিল...তা ছিল খুশির। সেইসঙ্গে নার্ভাসও ছিলাম। একদিনের মধ্যে আমাদের বিয়ের পরিকল্পনা ও তা সম্পন্ন হয়েছিল। আমাদের বিয়ে খুব আড়ম্বর করে হয়নি...এমনকি হনিমুনও হয়নি, যা নিয়ে ও এখনও আমাকে খোঁটা দেয়। তবুও আমার জীবনে সবচেয়ে ভালো ঘটনা ওটাই।
দাম্পত্য জীবন সম্পর্কে অনিল লিখেছেন, আমাদের কাছে ছিল এখন, নয়তো কখনও নয় মুহুর্ত। আমি খুশি যে আজকের এই দিনটিতে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম এবং একসঙ্গে জীবন শুরু করেছিলাম। অনেকেই বলেছিল, এত তাড়াতাড়ি বিয়ে আমার কেরিয়ারের পভে ভালো হবে না। কিন্তু আমি জানতাম, ওকে ছাড়া আর একদিনও থাকতে পারব না। ওকে আমার পাশে চাইছিলাম।
অনিল ও সুনীতার মেয়ে সোনম এখন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। তাঁদের ছেলে হর্ষবর্ধনও বলিউড অভিনেতা। আর এক সন্তান রিয়া চলচ্চিত্র প্রযোজক ও একটি অ্যাপারাল ব্র্যান্ডেরও মালিক।